নিজস্ব সংবা দদাতা : মুম্বইয়ের খ্যাতনামা সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলার আবেদন জানিয়ে সিবিআই তদন্তের আবেদন করা হয় সোমবার কলকাতা হাইকোর্টে। এদিন মামলা দায়েরের আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন তিনি। প্রসঙ্গত বলা যেতে পারে মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পী কেকের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই বিভিন্ন মহলে যে বিতর্ক দানা বেঁধেছে, সেসব এবার বিচারের আওতায় চলে এল। বিষয়টিতে ছোঁয়া লেগেছিল রাজনীতিরও। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তো সরাসরি অভিযোগই করেছিলেন, কেকে-কে খুনই করা হয়েছে।
উল্লেখ্য, করা যেতে পারে গত ৩১ আমাদের কলকাতা শহরেই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। সকলের বড় প্রিয় মুম্বাইয়ের এই সংগীতশিল্পী কেকের এই অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি সঙ্গীত প্রেমীরা।