নিজস্ব সংবাদদাতা : ব্রিটিশ দের পর এবার ক্যারিবিয়ানরা। ভারতের কাছে একদিনের সিরিজে হারের মুখ দেখল ক্লাইভ লয়েড-ভিভিয়ান রিচার্ডসদের দেশ। তৃতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১৯ রানে জয়ী শিখর ধাওয়ানরা। ভারতের হয়ে ব্যাট হাতে দুরন্ত খেলেন তরুণ ব্যাটার শুভমন গিল। তাঁর ব্যাট থেকে এল ঝাঁ চকচকে ৯৮ রান। মাত্র দুই রানের জন্য শতরান হাতছাড়া শুভমনের। অপর দিকে তাঁকে যোগ্য সহযোগিতা করলেন দলনায়ক শিখর ধাওয়ান। তাঁর ব্যাট থেকে আসে ৫৮ রান।
বুধবারের ম্যাচে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বেশ কিছুক্ষণ ম্যাচ চলার পরই নামে মুষলধারে বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। তখন ভারতের রান ৩ উইকেটে ২২৫। এরপর বৃষ্টি থামলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অবলম্বনে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ৩৫ ওভারে ২৫৭ রান। যা কিছুটা হলেও বেশ চাপে পড়ে যান ক্যারিবিয়ানরা।
২৬ ওভারে মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যান ক্যারিবায়ান ব্যাটাররা। ভারতের হয়ে ৪টি উইকেট তুলে নেন যজুবেন্দ্র চাহাল। দুটি করে উইকেট তোলেন শার্দূল ও সিরাজ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভমন বলেন, জীবনের প্রথম সেঞ্চুরিটা মিস করার জন্য সত্যিই খুব খারাপ লাগছে। কিন্তু কিছু তো করার নেই। ভবিষ্যতে আর যাতে এইরকম মিসটেক না হয় তার দিকে নজর রাখার চেষ্টা করব।
ক্যারিবিয়ান বধ করে সিরিজ জয় ভারতের
Mahendra Singh Dhoni : আম্রপালি মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ মাহিকে
More News – অবশেষে প্রায় চার মাস বাদে গোলের দেখা পেলেন হ্যাজার্ড
তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোনও বাঙালি হয়তো কোনও প্রিয় জনের দেখা দীর্ঘদিন ধরে না পেয়ে এই গানটি গাইবেন। কিন্তু রিয়েল ফুটবলার মিচেল হ্যাজার্ড! যদি এই গানটা গাইতেন তার অবশ্য অন্য কারণ থাকতো। একটা বা দুটো দিন নয়, দীর্ঘ চার মাস ধরে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের কোনও গোল ছিল না। তাই হয়তো মনে হ্যাজার্ডও গাইতেন এই গানটা।
অবশেষে এল সেই সন্ধিক্ষণ। একটি প্রস্তুতি ম্যাচে রিয়ালের জার্সি গায়ে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন বেলজিয়াম তারকা। সেই ম্যাচেই বহু প্রতীক্ষিত তার দেখা পেলেন হ্যাজার্ড। ম্যাচের ফল ২-২। রিয়ালের হয়ে গোল করেন করিম Continue Reading