নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের ২৪ ঘণ্টা আগে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন তরুণ উইকেটরক্ষক কাম ব্যাটার ঋষভ পন্থ। তবে কেএল রাহুল এবং কুলদীপ যাদব দল থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দল খুব একটা স্বস্তিতে থাকবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বস্ত সূত্রে খবর, দিল্লির এই পিচে প্রথমে যে দল ব্যাট করবে, তারা কিছুটা হলেও সুবিধা পাবে। তবে ম্যাচের শেষের দিকে স্পিনাররাও সুবিধা পাবেন।
সেক্ষেত্রে টস জেতা যে একটা বড় ফ্যাক্টর বলেও মত বিশেষজ্ঞদের। ভারতীয় টিম সূত্রের খবর, ওপেনিং ব্যাটার হিসেবে দেখা যেতে পারে ঋতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণকে। তিন নম্বরে আসবেন শ্রেয়স আইয়ার। চলতি আইপিএল-এ ছন্দে থাকা হার্দিক পাণ্ডিয়াও যে বিপক্ষ দলের কাছে বড় ফ্যাক্টর তা মেনে নিচ্ছেন সকলেই। অন্য দিকে ভারতীয় দলের থেকে খুব একটা পিছিয়ে নেই প্রোটিয়ারাও।
যে দলে রয়েছেন কুইন্টন ডিকক, ডেভিড মিলার, রাবাডারা। ডিকক এবং মিলার ব্যাটার হিসেবে যথেষ্ট ছন্দে রয়েছেন। তাঁদের এই ফর্মে থাকাটাই পন্থদের কাছে চিন্তার বিষয়। সুতরাং দিল্লির মাঠে প্রথম ম্যাচে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ একপ্রকার হাড্ডাহাড্ডিই হবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।