সংবাদদাতা : শনিবার একযোগে পদত্যাগ করলেন ওড়িশার মন্ত্রিসভার সকল সদস্য। জানা যাচ্ছে, নবীন পট্টনায়েকের মন্ত্রিসভার ২০ জন সদস্য একযোগে ইস্তফাপত্র জমা দিয়েছেন। রাজভবনে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন তাঁরা। একই সঙ্গে বিধানসভার স্পিকারও পদত্যাগ করেছেন। সূত্রের খবর, রবিবার দুপুর ১২টায় মন্ত্রিসভার নয়া সদস্যরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন। গত ২৯ মে তিন বছর মেয়াদ পূর্ণ করেছে ওড়িশার বিজু জনতা দল।
২০২৪-এর লোকসভা নির্বাচনে নিজেদের জায়গা পোক্ত করতেই মন্ত্রীসভায় রদবদল করতে চাইছেন নবীন পট্টনায়ক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও একসঙ্গে সকল সদস্যের একসঙ্গে পদত্যাগকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।