Saturday, June 3, 2023
spot_img
Homeখেলামন্ট্রিয়ল ওপেনেও মাঠে নামবেন না নাদাল

মন্ট্রিয়ল ওপেনেও মাঠে নামবেন না নাদাল

নিজস্ব সংবাদদাতা : না, মন্ট্রিয়ল ওপেন টেনিসেও ব্যাট হাতে মাঠে নামা হচ্ছে না রাফায়েল নাদালের। রবিবার বিশ্বখ্যাত এই টেনিস খেলোয়াড়ের পক্ষ থেকে জানানো হয় যে, পেটে ব্যথার কারণে এই টুর্নামেন্টে তাঁকে দেখা যাবে না। উল্লেখ্য, এর আগেই অবশ্য মন্ট্রিয়ল ওপেনে কোর্টে না নামার সিদ্ধান্ত নিয়েছেন নোভাক জোকোভিচও।

সূত্রের খবর, নাদালের পেটের ব্যথা এখনও পুরোপুরি সারেনি। চিকিত্সকরা তাঁকে এখনও পুরোপুরি ফিট ঘোষণা করেননি। তাঁর এখন বিশ্রামের প্রয়োজন আছে। কাজেই মন্ট্রিয়ল ওপেনে নাদালের আর অংশ গ্রহণ করা হবে না। এরপর ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জানান, কোর্টে নামলেও গতকাল অনুশীলনের সময় আবার পেটে ব্যথা অনুভূত হয়। সঙ্গে সঙ্গেই আমি চিকিত্সকের কাছে যাই। এবং সেই আমাকে আরও বেশ কয়েক দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কাজেই তাঁর পরামর্শেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

মন্ট্রিয়ল ওপেনেও মাঠে নামবেন না নাদাল

T 20 World Cup 2022 : টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল

Wimbledon 2022 : ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান

More News- মহিলা উয়েফার ফাইনালে ইংল্যান্ড

চলতি বছরে মহিলাদের ইউরো কাপে বড় জয় পেল ব্রিটিশ মহিলা বাহিনী। প্রতিপক্ষ সুইডেনকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল তারা। সেমিফাইনালের এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে মহিলাদের ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল বেথ মেডরা। তবে এই নিয়ে তৃতীয়বার ব্রিটিশ মহিলা দল খেলবে ফাইনালে।

সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হলেও, ম্যাচ যত এগিয়েছে ততই নিজেদের আধিপত্য বজায় রাখতে শুরু করেন ব্রিটিশ মহিলারা। ফলস্বরূপ ৩৪ মিনিটের মাথায় বেথ মেড প্রথম গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। এই গোলের সঙ্গে সঙ্গেই যেন সুইডিস রক্ষণের ওপর আরও চাপ বাড়াতে থাকেন মেডরা। যার ফলে ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকেন সুইডিস ফুটবলাররা।

বিরতির পর মাঠে এসেই আবার গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন লুসি ব্রোঞ্জ। ম্যাচের বয়স তখন ৪৮ মিনিট। এর ঠিক মিনিট কুড়ি বাদেইচলতি বছরে মহিলাদের ইউরো কাপে বড় জয় পেল ব্রিটিশ মহিলা বাহিনী। প্রতিপক্ষ সুইডেনকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে দিল তারা। সেমিফাইনালের এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে মহিলাদের ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল বেথ মেডরা। তবে এই নিয়ে তৃতীয়বার ব্রিটিশ মহিলা দল খেলবে ফাইনালে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -