Saturday, June 3, 2023
spot_img
Homeখেলামহিলাদের ডবলসে খেতাব জয় ক্যারোলিনা-ক্রিস্টিনা জুটির

মহিলাদের ডবলসে খেতাব জয় ক্যারোলিনা-ক্রিস্টিনা জুটির

সংবাদদাতা : ফরাসি ওপেনের ডবলসের খেতাব জয় করলেন ক্যারোলিনা গার্সিয়া-ক্রিস্টিনা ম্লাডেনোভিচ জুটি। তাঁরা হারালেন কোকো গাফ-জেসিকা পেগুলা জুটিকে। ম্যাচের ফল ৬-২, ৩-৬,২-৬।

ম্যাচে জয় পেয়ে ট্রোফি জেতার পর গার্সিয়া বলেন, এই ম্যাচে জয়ের পর আমার দারুণ আনন্দ হচ্ছে। কেননা টেনিস প্রেমীরা সব সময়ই আশা করেন আমরা যাতে ভাল পারফরম্যান্স করতে পারি। কেননা আমরা বিশ্ব তালিকায় ১০ নম্বরে ছিলাম। তবে চলতি বছরে ফাইনালে বিজয়ী হওয়াটা যেন সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, ম্যাচের প্রথম সেটটা আমাদের সবকিছু ঠিকঠাক না হওয়াতে চাপে পড়েছিলাম। তবে দ্বিতীয় সেট থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এক্ষেত্রে দর্শকদের ভূমিকাও অস্বীকার করা যায় না। কেননা তাঁরা গ্যালারিতে বসে আমাদের যেভাবে সমর্থন করেছেন তাও আমরা অস্বীকার করতে পারি না। সুতরাং এই খেতাব যেন সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -