নিজস্ব সংবাদদাতা : আরও একটি বছর তাঁকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঝমাঠ কাঁপাতে। তিনি ক্রোয়েশিয়ার দলনেতা লুকা মদ্রিচ। ২০২৩ সাল অবধি এই ক্রোয়েশিয়ান ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে রাখল মাদ্রিদের ক্লাবটি।
২০১৮ সালের ব্যালন ডি অর পুরস্কারপ্রাপ্ত লুকা মদ্রিচ ডায়নামো জাগ্রেব-এর হয়ে তাঁর প্রফেশনাল ফুটবল জীবন শুরু করেছিলেন। তারপর ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। চলতি বছরের জুন মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা রিয়ালের।
রিয়ালের হয়ে ৪৩৬টি ম্যাচ খেলেছেন লুকা মদ্রিচ। তার মধ্যে গোল করেছেন ৭৩টি। এই ক্লাবের জার্সি গায়েই পাঁচবার উয়েফা এবং তিনবার লা-লিগায় খেলেছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারটি। সদ্য শেষ হওয়া উয়েফা কাপেও রিয়ালের জার্সিতে লিভারপুলকে হারিয়ে উয়েফা কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। লুকা মদ্রিচকে দলে রাখতে পেরে স্বভাবতই খুশি রিয়ালের টিম ম্যানেজমেন্ট। পুরনো দলে থাকতে পেরে আনন্দিত ক্রোয়েশিয়ান মিডফিল্ডার জেনারেলও।