Saturday, June 3, 2023
spot_img
Homeআলোকপাতসেই পুরোনো রথযাত্রা কেমন বদলে গেছে, কোথায় গেল সেই মেলার ঘাড় নাড়া...

সেই পুরোনো রথযাত্রা কেমন বদলে গেছে, কোথায় গেল সেই মেলার ঘাড় নাড়া পুতুল কিংবা পাঁপড়ভাজা!

Editor In Chief – জয়ন্ত চক্রবর্তী – 29 জুন – দু বছর করোনার কাঁটা পেরিয়ে শুক্রবার আবার রথযাত্রা । হয়তো মহাযাত্রা, লোকে লোকারণ্য , মহা ধুমধাম. কিন্তু রথের সেই আমেজটা আছে কি ? জানি বৃহস্পতিবার পুরীর রথের রশিতে টান পড়ার সময় দশ লক্ষ লোক থাকবে, মহেশ – বেলঘরিয়া – ইসকনের রথে থাকবে প্রাচুর্য। রথের দিন সর্বজনীন গুলো মাতবে খুঁটি পুজোয়। সমারোহ থাকবে, থাকবে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পেশাদারী নজরদারি। কিন্তু রথের সৌরভ টুকু কি থাকবে ? রথ মানেই মেলা, ঘাড় নাড়া বুড়ো – বুড়ি, গামলার জলে স্টিমার চালিয়ে দেওয়া, কাঁচের চুরি, পাঁপড় আর তেলে ভাজা, ছোট ছোট রথ সাজিয়ে টানা। স্পাইডার গার্ল এর রহস্যময় হাতছানি, টিয়া কিংবা ময়না কেনা, মেলার মাঠের বহুরূপী?

এ সব কোথায় হারিয়ে গেল? নাকি আছে সবই, মনটাই হারিয়ে গেছে? কই, রথের সেই রকম মেলা তো আর বসেনা। বয়াম এ হাত ডুবিয়ে কেউ কাগজে মুড়িয়ে বেচেনা কুলের কিংবা আমের আচার। বিক্রি হয় না রং চঙে মুখোশ, তাল পাতার ভেপু কিংবা সিপাই কোথায় হারিয়ে গেছে। আজকের রথযাত্রা যেন ব্র্যান্ডেড একটা অনুষ্ঠান বৈভব আছে, আচে আড়ম্বর — কিন্তু কোথায় গেল সেই প্রাণের টান? আজকের রাধারানী রা আর রথের মেলায় পথ হারায় না। রাস্তার ধারে উনুন সাজিয়ে বসে আর কেউ পাঁপড় ভাজে না, রথের দিনটা আজকের প্রজন্ম সেলিব্রেট করে।

সেই পুরোনো রথযাত্রা কেমন বদলে গেছে, কোথায় গেল সেই মেলার ঘাড় নাড়া পুতুল কিংবা পাঁপড়ভাজা!

Belgharia Manas Bag Durga Puja : ৭৫ বছরে পদার্পণ বেলঘরিয়া মানস বাগের দুর্গাপুজো

Ratha Yatra : জগন্নাথ দেবের রথের চলছে শেষ পর্বের তুলির টান

Rabindranath Tagore সিনেমা দেখতে হলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

কেউ আর রথের মেলা খোঁজে না। পাঁপড় ভাজা তেলে ভাজার জায়গা নিয়েছে চিকেন চওমিন কিংবা বিরিয়ানি। মেলার মাঠের ধারে কাঁচের গ্লাসে চা খাওয়ার স্মৃতি আজ মেদুর। সেই জায়গা নিয়েছে পান শালার আধো অন্ধকারে ঠান্ডা বিয়ার এ চুমুক দেওয়ায়। জগন্নাথ কি হাসছেন? জগতের নাথ তিনি। তিনি তো জানেন উপলক্ষ্যর থেকে আড়ম্বর এখন বেশি। পাড়ার খুটি পুজোয় ক্ষমতাসিন দলের কটা গাড়ি এল তার দিকেই সবার নজর। মিইয়ে যাকনা পাঁপড় ভাজা, ঠান্ডা হোকনা তেলে ভাজা ঠান্ডা !

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -