নিজস্ব সংবাদদাতা : এভাবেও যে ফিরে আসা যায়, তা ফের একবার দেখিয়ে দিল বেলজিয়াম। উয়েফা নেশন কাপের দ্বিতীয় ম্যাচেই পোল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিল কেভিন ডি ব্রুইন-হ্যাজার্ডরা। চলতি বছরের উয়েফা কাপের প্রথম ম্যাচেই হল্যান্ডের কাছে ৪-১ গোলে হারতে হয়েছিল বেলজিয়ামকে।
বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের শুরুতেই অভিজ্ঞ লেওয়ানডস্কির করা গোলে প্রথম পোল্যান্ড এগিয়েও যায়। ম্যাচের বয়স তখন ২৮ মিনিট। সেবাস্তিয়ানের পাস থেকে লেওয়ানডস্কি যে গোলটি করলেন, তারজন্য হয়তো বহু রাত জাগা যায়। তবে এরপরই শুরু হয় বেলজিয়াম ঝড়। প্রথমার্ধের খেলার একদম শেষ লগ্নে এসে বেলজিয়ামকে সমতায় ফেরান অক্সেল উইসেল।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল। এবার হ্যাজার্ডের পাস থেকে গোল করেন চলতি মরশুমে ফর্মের শিখরে অবস্থান করা কেভিন ডি ব্রুইন। এই গোলের ঠিক পর পরই ৭৩ ও ৮০ মিনিটে বেলজিয়ামের হয়ে দুটি গোল করেন টোসসার্ড। ম্যাচের একদম শেষ লগ্নে এসে বেলজিয়ামের হয়ে আরও দুটি গোল করেন যথাক্রমে ডেনডনকার ও লইস ওপেন্ডা।
অন্য একটি ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলশকে ২-১ গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেই কুপেইনার্স গোল করে এগিয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসকে। এরপর নরিংটন ডেভিসের গোলে সমতায় ফেরে ওয়েলশ। একেবারে শেষ লগ্নে এসে ওয়েঘর্সট গোল করে গ্যারেথ বেলদের জয়ের আশা শেষ করে দেন।