Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাAnil Kumble : কুম্বলের বদলি খোঁজার শুরু পাঞ্জাবের

Anil Kumble : কুম্বলের বদলি খোঁজার শুরু পাঞ্জাবের

নিজস্ব সংবাদদাতা : Anil Kumble চলতি বছরের আই পি এল শুরু হতে এখনও বেশ কিছু দিন বাকি। তার মধ্যেই আগামী মরশুমের জন্য নতুন কোচের সন্ধান শুরু করে দিল প্রীতি জিন্টার দল। কেন না, আগামী মরশুম শুরু হওয়ার আগেই ২০২২ -এর সেপ্টেম্বর মাসেই চুক্তি পাঞ্জাব দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে অনিল কুম্বলের। ফলে অনিল কুম্বলের পরিবর্তিত হিসেবে কাকে দলের দায়িত্ব দেওয়া হবে, তা এখন থেকে খোঁজা শুরু করে দিয়েছে পঞ্চ দলের দলটি।

সূত্রের খবর, কেকের দলের প্রাক্তন কোচ ইয়ন মর্গ্যানের সঙ্গে কথা চালাচ্ছেন পাঞ্জাব টিম ম্যানেজম্যান্ট। পাশাপাশি উঠে আসছে ট্রেভর বেলিসের নামও। এছাড়াও কোচ হিসেবে আর এক ভারতীয় কোচের নাম উঠে আসছে। এখন দেখা যাক চলতি মরশুমে পাঞ্জাব দলের হেডস্যারের পদে কে বসেন।

উল্লেখ্য, কুম্বলের প্রশিক্ষণে পাঞ্জাব দলটি ৪২ টি ম্যাচ খেলেছে। তারমধ্যে মাত্র ১৯ টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে পাঞ্জাব দলটি। ২০২২ সালে প্রীতি জিন্টার দল আই পি এল মরশুমে শক্তিশালী দল হিসেবেই আত্মপ্রকাশ করেছিল। দলে ছিলেন শিখর ধাওয়ান, বেয়ারস্টো, রাবাডার মতো খেলোয়াড়রা। তা সত্ত্বেও সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হয় পাঞ্জাব দলটি। সূত্রের খবর আগামী সপ্তাহেই হয়তো কোচের নাম ঠিক করে নিতে পারেন পাঞ্জাব সুপার কিংস দল।

Anil Kumble : কুম্বলের বদলি খোঁজার শুরু পাঞ্জাবের

CWG Badminthon ব্যাডমিন্টনে সোনার হ্যাটট্রিক ভারতের

More News – আসন্ন মরশুমের জন্য চার অধিনায়ক বাগানের

আসন্ন মরশুমের জন্য এ টি কে মোহনবাগান তাদের চার অধিনায়কের নাম ঘোষণা করল। শুক্রবার এটিকে মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এঁদের নাম। এই চার অধিনায়ক হলেন, প্রীতম কোটাল, শুভাশিস বসু, ফ্লোরেন্তিন পোগবা এবং জনি কাউকো। এই চার অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি সবুজ-মেরুণ দলের হেডস্যার হুয়ান ফার্নান্দো বেছে নিলেন চলতি বছরের ডুরান্ড কাপ টুর্নামেন্টের জন্য ২৭ জন ফুটবলারকে।

এঁদের মধ্যে অনেকেই পুরোনো খেলেয়াড় থাকলেও, পোগবা চলতি বছরেই প্রথম এটিকে দলে যোগ দিয়েছেন। ঘোষিত এই ২৭ জন ফুটবলার : গোলরক্ষক- বিশাল কাইথ, অর্শ আনোয়ার, দেবনাথ মণ্ডল ও অভিলাশ পাল। ডিফেন্ডার : ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশিষ রাই, দীপক টাংরি, সুমিত রাঠি ও রভি রানা। Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -