Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাAnnu Rani : এবারও ব্যর্থ অন্নু রানি

Annu Rani : এবারও ব্যর্থ অন্নু রানি

নিজস্ব সংবাদদাতা : Annu Rani চলতি বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে পদক অধরা থেকে গেল ভারতীয় জ্যাভলার অন্নু রানি। ফাইনাল ম্যাচে ভারতের এই জ্যাভলার শেষ করলেন সপ্তম স্থানে। এর আগে দোহাতে খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে। ফাইনালের আসরে অন্নু ৬১.৬২ মিটার জ্যাভলার থ্রো করেন। এটিই ছিল তাঁর বেস্ট পারফরম্যান্স। উল্লেখ্য, চলতি বিশ্ব অ্যাথলেটিক্সের ময়দানে অন্নু রানি ছটি থ্রোয়ের মধ্যে মাত্র একবারই পার করেছিলেন ৬০ মিটারের গণ্ডি।

তবে দোহাতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অন্নু শেষ করেছিলেন অষ্টম স্থানে। এবার এক ধাপ কমে তিনি শেষ করলেন সপ্তম স্থানে। অন্নু এই নিয়ে মোট তিনবার কমনওয়েলথ গেমসের মতো আসরে অংশ নিলেন। ২০১৭ সালে লন্ডনের কমনওয়েলথ গেমসে তিনি শেষ করেছিলেন ১০তম স্থানে। অন্নুর এই পারফরম্যান্সে স্বভাবতই হতাশ হয়ে পড়লেন ভারতীয় ক্রীড়া প্রেমীরা।

Annu Rani : এবারও ব্যর্থ অন্নু রানি

World Shooting Championship 2022 : বিশ্ব শ্যুটিংয়ে সোনা জয় অর্জুনের

More News – আফ্রিকার সেরা সাদিও মানে

চলতি বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সাদিও মানে। গত দু বছর মহামারি করোনার জন্য এই অনুষ্ঠান বন্ধ ছিল। ফের তা চালু হল চলতি বছরে। চলতি বছর এই পুরস্কারের তালিকায় ছিলেন তিনজন। সাদিও মানের সঙ্গে অন্য দুজন হলেন মহম্মদ সালাহ এবং এদুয়ার্দ মেন্দি। শেষ পর্যন্ত এই দুজনকে পিছনে ফেলে খেতাব জিতলেন সাদিও মানে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আফ্রিকান নেশন কাপে চ্যাম্পিয়ন Continue Reading

More News – প্রথম ম্যাচেই ক্যারিবিয়ান বধ ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত প্রথম একদিনের ম্যাচে জয় পেল। ভারতের হয়ে অনবদ্য খেললেন দলনেতা শিখর ধাওয়ান। তাঁকে যোগ্য সহযোগিতা করলেন অন্য দুই তরুণ ব্যাটার শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। ধাওয়ানের ব্যাট থেকে এল মূল্যবান ৯৭ রান। তিন রানের জন্য শতরান পূর্ণ হল না ছোটা গব্বরের। তাতে কি, ম্যাচে তো জয়লাভ করেছে দল। এতেই খুশি ধাওয়ান। ধাওয়ান এই রান করেন ১০টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে।

অন্য দিকে গিলের ব্যাট থেকে আসে মূল্যবান ৬৪ রান। পিছিয়ে ছিলেন না আর এক তরুণ শ্রেয়স আইয়ার। তাঁর ব্যাট থেকে এল ৫৪ রান। এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে ভারতের এই তরুণ ব্যাটার নজির গড়লেন এক নতুন রেকর্ডের। ভেঙে দিলেন তাঁরই সতীর্থ কেএল রাহুলের Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -