Saturday, June 3, 2023
spot_img
HomeখবরCommonwealth Games 2022 : কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের নেতৃত্বে হরমন প্রীত

Commonwealth Games 2022 : কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের নেতৃত্বে হরমন প্রীত

নিজস্ব সংবাদদাতা : Commonwealth Games 2022 আগামী ২৯ জুলাই ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে চলতি বছরের কমনওয়েলথ গেমস। এই মেঘা ইভেন্টে পুরুষদের পাশাপাশি অংশ নিতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলও। সেই টুর্নামেন্টে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হরমন প্রীত কাউর। এবং সহ-অধিনায়ক নির্বাচিত হলেন স্মৃতি মান্ধানা।

এবার উল্লেখযোগ্য ভাবে এই দলে স্থান পেয়েছেন অল রাউন্ডার স্নেহ রানা। যিনি চোটের কারণে সেই সিরিজে দলে জায়গা পান নি। তারপর দীর্ঘদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর জন্য ব্যস্ত ছিলেন এই অলরাউন্ডার। এছাড়া দলে রয়েছেন উইকেট রক্ষক ইয়ান্তিকা ভাটিয়া। রয়েছেন অভিজ্ঞ স্পিনার পুনম যাদব। অবশ্য সূত্রের খবর, ইয়ান্তিকা সিমারন দিল বাহাদুরের সঙ্গে অতিরিক্ত তালিকায় থাকবেন। দলে স্থান পেয়েছেন তিন পেসার মেঘনা সিং, রেণুকা ঠাকুর এবং পূজা ভস্ত্রকার।

চূড়ান্ত দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে দলে ঠাঁই পেয়েছেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ। কমনওয়েলথ গেমসে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, বার্বাডোজ ও পাকিস্তান। অন্য দিকে গ্রুপ বি-তে রয়েছে, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। চলতি কমনওয়েলথ গেমসে ভারত শুরু করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দলই যাবে সেমিফাইনালে। আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট বার্মিংহামে বসতে চলেছে কমনওয়েলথ গেমসের আসর। চলতি বছরে ৭২ টি দেশের ৪,৫০০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন এই প্রতিযোগিতায়।

Wimbledon Sports : উইম্বলডনের স্বাদ পেলেন রাইবাকিনা

Nadal Match : নাদাল জয় পেলেও, হার মানলেন ইগা স্বোয়াতেক

C R Seven দল বদল করতে চেয়ে আবেদন সি আর সেভেনের

FIFA World Cup 2022 : অফসাইড-পেনাল্টি রুখতে এবার নতুন প্রযুক্তি ফিফার

Commonwealth Games 2022 : কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের নেতৃত্বে হরমন প্রীত

More News – বিশ্ব শ্যুটিংয়ে সোনা জয় অর্জুনের

তরুণ ভারতীয় শ্যুটার হিসেবে সংবাদের শিরোনামে উঠে এলেন অর্জুন বাবুতা। বিশ্ব শ্যুটিংয়ের মঞ্চেভারতের হয়ে সোনার পদক জিতলেন এই তরুণ শ্যুটার। বাবুতা হারিয়ে দিলেন টোকিও অলিম্পিকের আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে রৌপ্য পদক জয়ী লুকাসা কোজেনিস্কিকে। খেলার ফল ১৭-৯। এর আগেও সোনার পদক জয় করলেও সিনিয়র দলের হয়ে এটিই অর্জুনের প্রথম পদক জয়। এর আগে ২০১৬ সালে আজারবাইজানে জুনিয়র বিশ্বকাপে Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -