Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাCommonwealth India এক নয়, ভারতীয় মহিলা দলেরই দুই সদস্য করোনায় আক্রান্ত

Commonwealth India এক নয়, ভারতীয় মহিলা দলেরই দুই সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা : Commonwealth India আসন্ন কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগেই জোর ধাক্কা খেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চলতি বছরেই মহিলা ক্রিকেট অন্তর্ভূক্ত করা হয়েছে মহিলাদের ক্রিকেট গেমস। সেই কারণেই ইতিমধ্যেই বার্মিংহ্যামে পৌঁছে গিয়েছে হরমনপ্রীতরা। তারপরই বি সি সি আই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয় এক জন নয়, ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কোন দুই সদস্য মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের নাম কিন্তু ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্তা জানান, কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার জন্য ভারতীয় দল বেঙ্গালুরুর ন্যাশানাল অ্যাকাডেমিতে প্রস্তুতির সময়ই দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। তারপর তাঁদের আর টি পি সি আর টেস্টের পর ওই দুই ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে। এখন যতক্ষণ তাঁরা করোনা মুক্ত হন, ততক্ষণ ওই দুই ক্রিকেটার কমনওয়েলথ গেমসে দলের সঙ্গে যোগ দিতে পারেবন না।

অর্থ্যাত্ ২৯ জুলাই কমনওয়েলত গেমসে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ওই দুই ক্রিকেটারকে খুব সম্ভবত পাওয়া যাবে না। এখন দেখার ৩১ জুলাই পাকিস্তানের বিপক্ষে করোনা থেকে মুক্ত হয়ে ওই ক্রিকেটার ব্যাট হাতে মাঠে নামতে পারেন কি না, তা অবশ্য সময়ই বলবে।

Commonwealth India এক নয়, ভারতীয় মহিলা দলেরই দুই সদস্য করোনায় আক্রান্ত

Mahendra Singh Dhoni : আম্রপালি মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ মাহিকে

Neeraj Chopra : চোটের কারণে কমনওয়েলথ গেমসে নেই নীরজ

More News – আইসিসি-র কমিটিতে জায়গা পেলেন লক্ষ্মণ

সদ্য ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এবার তিনি আরও একটি নতুন দায়িত্ব পেলেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির কমিটিতে স্থান পেলেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। আই সি সির পুরুষদের ক্রিকেট কমিটিতে জায়গা পেলেন লক্ষ্মণ। লক্ষ্মণের সঙ্গে এই কমিটিতে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়ক ড্যানিয়েল ভিত্তোরি।

মঙ্গলবার বার্মিংহ্যামে আইসিসির সাধারণ সভায় এই দুজনের নাম ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন আরও দুই প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে এবং কার্ল হুপার। অন্য দিকে আইসিসি-র নতুন অ্যাসোসিয়েট সদস্য হল কাম্বোডিয়া, আইভরি কোস্ট এবং উজবেকিস্তান। এই দিনই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ Continue raeading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -