Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাCricket Association Of Bengal : অভিনব উদ্যোগ গ্রহণ সিএবি-র

Cricket Association Of Bengal : অভিনব উদ্যোগ গ্রহণ সিএবি-র

নিজস্ব সংবাদদাতা : Cricket Association Of Bengal বাংলার ক্রিকেটারদের জন্য এবার এক নতুন উদ্যোগ নিল সি এ বি। এই নতুন উদ্যোগ হল বাংলার ক্রিকেটারদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার। কেন না অধিকাংশ সময়ই দেখা যায়, বাংলার অনেক ক্রিকেটার আছেন যাঁরা মাঠের ২২ গজে ব্যাট কিম্বা বল হাতে ঝড় তুলে বিপক্ষ দলকে কোণঠাসা করেন, কিন্তু মাঠের বাইরে তাঁরা কোথাও যেন বিপক্ষ দলের ক্রিকেটার দের থেকে অনেকটা পিছিয়ে আছেন। সেই বিষয়টি হল ইংরেজি শিক্ষা। এবার তাই বাংলার ক্রিকেটারদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সিএবি হাত মেলাল ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে।

শুক্রবার ইডেন গার্ডেন্সের ক্লাব হাউসে এই নতুন প্রকল্পের সূচনা করা হয়। মহতীপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার নিক লো, সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় এবং ব্রিটিশ কাউন্সিলের পূর্ব- উত্তর-পূর্ব ভারতের ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী। এই বিষয়ে দেবাঞ্জন চক্রবর্তী জানান, বাংলার ক্রিকেটাররা যাতে আন্তর্জাতিকস্তরে আরও বেশি করে সাফল্য পায়, সেইজন্য সি এ বি-র এই উদ্যোগে সামিল হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ভাষা সমস্যার জন্য অনেক কিছুই আটকে যায়। এবার আশা করা যায় বাংলার ক্রিকেটারদের ক্ষেত্রে সেই দরজা অনেকটাই মুক্ত হবে। মহতীপূর্ণ এই কাজে আমরা সর্বত রকমের সাহায্য পেয়েছি ইন্দো-ব্রিটিশ স্কলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

Cricket Association Of Bengal : অভিনব উদ্যোগ গ্রহণ সিএবি-র

FIFA World Cup 2022 : অফসাইড-পেনাল্টি রুখতে এবার নতুন প্রযুক্তি ফিফার

T 20 World Cup 2022 : টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল

Kushal Das : ইস্তফা দিলেন কুশল দাস

এরপর এই বিষয়ে সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, আমরা সবসময়ই চাই আমাদের ক্রিকেটাররা মাঠ এবং মাঠের বাইরেও যাতে সাফল্য পায়। বর্তমানে আমাদের বাংলার অনেক ক্রিকেটার আই পি এল-এর মতো ক্রিকেটের মেগা ইভেন্টে অংশ নিচ্ছেন। কাজেই তাঁদের ইংরেজির মতো গুরুত্বপূর্ণ ভাষা আয়ত্ব করাটা অত্যন্ত জরুরি। আমরা চাই সেই ভাষা শিখে বাংলার ক্রিকেটাররা যাতে নিজেদের ঠিকমতো প্রকাশ করতে পারে। সি এ বি-র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তাঁদের মতে, এই বিষয়টা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমরা আশা করব, এরপর বাংলার অধিকাংশ ক্রিকেটারদের আর কোনও অসুবিধা হবে না আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের উপস্থাপনা করতে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -