নিজস্ব সংবাদদাতা : CWG চলতি বছরের কমনওয়েলথে শনিবার ফের সোনা জয় করলেন ভারত। ভারতের হয়ে ৬৫ কেজি বিভাগে সোনা জয় করলেন কুস্তিগীর বজরং পুনিয়া, স্বাক্ষী মালিক এবং দীপক পুনিয়া। বার্মিংহ্যামে সোনিপথের বজরংয়ের কাছে হার স্বীকার করেন কানাডার ম্যাকনিল।
প্রসঙ্গত, বজরং পুনিয়া টোকিও অলিম্পিকেও দেশকে পদক এনে দিয়েছিলেন। কাজেই দেশবাসী আশা করেছিলেন কমনওয়েলথ গেমসেও তাঁর হাত দিয়ে পদক আসবে। দেশ বাসীকে নিরাস করেন নি হরিয়ানার বজরং। টোকিও সোনা জয়ের আক্ষেপ বজরং মিটিয়ে দিলেন কমনওয়েলথ গেমসে সোনা জয়ের মাধ্যমে।
শুধু বজরং পুনিয়াই নন, সোনা জেতেন আরও দুই ভারতীয় কুস্তিগীর। তাঁদের মধ্যে অন্যতম হলেন স্বাক্ষী মালিক। স্বাক্ষীর এটি তৃতীয় কমনওয়েলথ গেমস। সেই তৃতীয় গেমসেই সোনার পদক জয় করলেন স্বাক্ষী। স্বাক্ষীর কাছেও হার মানলেন কানাডার গর্ডিনেজ গঞ্জালেজ। বজরং ও স্বাক্ষীর পর ফের ভারতের হয়ে সোনা জয় করেন আর এক কুস্তিগীর দীপক পুনিয়া। দীপক ৮৬ কেজি বিভাগে পাকিস্তানের মহম্মদ ইমামকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দেন।
CWG : কমনওয়েলথে তিনটি সোনা জিতলেন ভারতীয় কুস্তিগীররা
Sudhir Commonwealth Games : প্যারা অলিম্পিকে পাওয়ার লিফটিংয়ে সোনা সুধীরের
Commonwealth Games India Badminton অল্পের জন্য সোনা হাতছাড়া সিন্ধুদের
More News- পেনাল্টিতে অজিদের কাছে হার ভারতীয়দের
চলতি কমনওয়েলথ গেমসে শুক্রবার রাতে ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখল ভারতীয় দল। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানেই অজি মহিলা বাহিনীর কাছে ৩-০ গোলে হার মানে ভারতীয় দল। ম্যাচ শেষে রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ভারতীয় খেলোয়াড়রা। তাঁদের অভিযোগ, অজি খেলোয়াড় ম্যালন প্রথমবার শট নিয়ে গোল করতে ব্যর্থ হন। তখন ম্যাচ রেফারিরা তাঁকে ফের একবার সুযোগ দেন এই বলে Continue Reading
More News- প্যারা অলিম্পিকে পাওয়ার লিফটিংয়ে সোনা সুধীরের
চলতি বছরে প্যারা কমনওয়েলথ গেমসের পাওয়ার লিফটিংয়ে সোনা জয় ভারতের। দেশের হয়ে এই পদক জয় করলেন হরিয়ানার সুধীর। প্যারা কমনওয়েলথ গেমসে সুধীরের সোনা জয় ভারতের ইতিহাসে এই প্রথম। সুধীর প্রথমে তোলেন ২০৮ কেজি। তারপর দ্বিতীয় প্রয়াসে ২১২ কেজি ওজন তুললেও তৃতীয় প্রয়াসে ২১৭ কেজি ওজন তুলতে ব্যর্থ হয় সে। যেহেতু দ্বিতীয় প্রয়াসে সে ২১২ কেজি ওজন তুলেছেন সেই হিসেবে তাঁর পয়েন্ট দাঁড়ায় ১৩৪.৫। সেই সুবাদেই সোনা জয় তাঁর। সুধীরের এই সাফল্যে গোটা দেশবাসী তাঁকে কুর্নিশ জানিয়েছে। পাশাপাশি Continue Reading