নিজস্ব সংবাদদাতা : CWG 2022 চলতি কমনওয়েলথ গেমসে শুক্রবার রাতে ভারতের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। গুরুত্ব পূর্ণ সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখল ভারতীয় দল। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানেই অজি মহিলা বাহিনীর কাছে ৩-০ গোলে হার মানে ভারতীয় দল।
ম্যাচ শেষে রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ভারতীয় খেলোয়াড়রা। তাঁদের অভিযোগ, অজি খেলোয়াড় ম্যালন প্রথমবার শট নিয়ে গোল করতে ব্যর্থ হন। তখন ম্যাচ রেফারিরা তাঁকে ফের একবার সুযোগ দেন এই বলে, ম্যালন যখন পেনাল্টি শট নিচ্ছিলেন তখন ঘড়িতে পেনাল্টি শট মারার সময় হয়নি।
তাই তাঁকে আবার সুযোগ দেওয়া উচিত। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই দ্বিতীয় বারের চেষ্টায় গোল করতে ভুল করেন নি ম্যালন। ম্যালনের সঙ্গে সঙ্গে গোল করেন আরও দুই অজি খেলোয়াড়। ম্যাচ আম্পায়ারের এই সিদ্ধান্তেই ক্ষোভ উগরে দেন ভারতীয় দলের কোচ থেকে শুরু করে সমর্থকরা পর্যন্ত। তাঁদের অভিযোগ, অস্ট্রেলিয়াকে সুবিধা পাইয়ে দিয়েছেন ম্যাচ রেফারি।
তবে অজিদের কাছে ম্যাচ হারলেও এখনও পদক জয়ের আশা শেষ হয়ে যায়নি ভারতীয় মহিলা দলের। পদক জয় করতে গেলে পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে তাঁদের। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। সবশেষে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আন্তর্জাতিক হকি ফেডারেশন।
CWG 2022 পেনাল্টিতে অজিদের কাছে হার ভারতীয়দের
More News – আজ সুনীলের ৩৮-তম জন্মদিন
৩ আগস্ট ১৯৮৪। পৃথিবীর আলো দেখিছিলেন বর্তমান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দেখতে দেখতে ২০২২ সালে তিনি পা রাখলেন ৩৮ বছরে। দীর্ঘ এই পথে সুনীল পার করে এসেছেন নানা ঘাত প্রতিঘাত। ছোটবেলা থেকেই ফুটবল অন্তঃপ্রাণ সুনীল। ফুটবলই যে তাঁর ধ্যানজ্ঞান। ছেলের ফুটবলের প্রতি আগ্রহ দেখে সুনীলের বাবা তাঁকে ভর্তি করে দেন দিল্লির একটি ফুটবল ক্লাবে। সেই শুরু সেদিনের ছোট্ট সুনীলের ফুটবলার হিসেবে পথ চলা। ধীরে ধীরে উত্থান হওয়া ফুটবলার সুনীল বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক। দেশের জার্সিতে বহু ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। তবুও সুনীল এখানেই থেমে থাকতে চান না। দেশকে দিতে চান আরও কিছু। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে সেই আন্তর্জাতিক ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছিল এই তরুণ ফুটবলারটির। আজ ২০২২। সুনীল এখন অনেক পরিণত। শুধু দেশ নয়, তার পাশাপাশি ক্লাব ফুটবলেও ভারতীয় ফুটবলের অন্যতম আইকন বাইচুং Continue Reading