News Bartaman 24×7 – নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খেলোয়াড়দের আক্রমণ নতুন কোনও ঘটনা নয়। তবে সেই আক্রমণের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এবার সেই বিষয় নিয়েই কড়া মনোভাব গ্রহণ করতে চলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সম্প্রতি ফিফা সূত্রের খবর, ২০২০ সালে ইউরো ও আফ্রিকা নেশন কাপ চলাকালীন নাকি প্রায় ৫৫ শতাংশ ফুটবলার এই ঘৃণ্য আক্রমণের স্বীকার হয়েছেন। এই ঘৃণ্য আক্রমণের স্বীকার হয়েছেন তা নির্দিষ্ট ভাবে ফিফা সেই তালিকা প্রকাশ না করলেও সূত্রের খবর, ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার বুকায়ো সাকা এবং র্যা শফোর্ড নাকি এই ঘৃণ্য আক্রমণের তালিকায় সবার উপরে রয়েছেন।
প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে, গত ইউরো কাপের ফাইনাল ম্যাচে ইটালির বিপক্ষে পেনাল্টি মিস করেন র্যা শফোর্ড। তারপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় এই ব্রিটিশ ফুটবলারকে আক্রমণ। এমনকী বর্ণ বৈষ্যমের স্বীকারও হতে হয় তাঁকে। অবশেষে ফিফা সিদ্ধান্ত নেয় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দ্বারা সোশ্যাল মিডিয়ায় এই নোংরা মন্তব্য গুলিকে চিহ্নিত করা হবে। এবং সেই কমেন্টস যাতে অন্য কেউ দেখতে না পায় তা সুনিশ্চিত করবে তারা।