নিজস্ব সংবাদদাতা : Gareth Bell : বিশ্ব ক্লাব ফুটবলের দল বদলে আরও একটি চমক দিল লস অ্যাঞ্জেলস এফ সি। তাঁর এক বছরের জন্য দলে নিতে চলেছে ওয়েলশ দলেনতা এবং রিয়াল মাদ্রিদের অন্যতম খেলোয়াড় গ্যারেথ বেলকে। এর ফলে দীর্ঘ ৯ বছরের একটি সম্পর্কের অবসান ঘটল। বেল ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব টোটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন। মাদ্রিদের ক্লাবটির হয়ে বেল জিতেছেন বহু শিরোপা। খেলেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট গুলিও।
কাজেই গ্যারেথ বেল দল ছাড়ায় বেশ কিছুটা হতাশই হয়ে পড়লেন রিয়াল মাদ্রিদের সমর্থকরা। শুধু গ্যারেথ বেলই নন, এর আগে ইতালির ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ জর্জিও চিয়োল্লিনিকেও দলে নিয়েছেন লস অ্যাঞ্জেলস টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, সামনেই কাতার বিশ্বকাপ। এক বা দুই বছর নয়, দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের মহারণে জায়গা পেয়েছে ওয়েলশ। যোগ্যতা নির্ণায়ক ম্যাচে তারা হারিয়েছিল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে। সেই ম্যাচেও অসাধারণ ফুটবল খেলেছিলেন গ্যারেথ বেল।
সূত্রের খবর, আগামী সপ্তাহের শেষের দিকে আমেরিকার ক্লাবটির সঙ্গে চুক্তি করতে মার্কিন মুলুকে পাড়ি দেবেন। বেলের মতো এক জন খেলোয়াড়কে দলে নিতে পেরে স্বভাবতই খুশি লস অ্যাঞ্জেলস টিম ম্যানেজম্যান্ট। এখন দেখার নতুন ক্লাবের, নতুন জার্সিতে কেমন পারফর্ম করেন এই ওয়েলশ তারকা তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা।
Gareth Bell : রিয়াল ছাড়তে চলেছেন গ্যারেথ বেল
FIFA : ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার নজির বিহীন সিদ্ধান্ত
More News – আয়ারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভাবতে নারাজ ভারত
রবিবার ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের। এই ম্যাচে মাঠে আমার আগে আত্মবিশ্বাসে ভরপর টিম ইন্ডিয়া। কেন না দেশের মাটিতে সদ্য প্রোটিয়াদের রুখে দিয়েছে ঋষভ পন্থরা। সেই সিরিজের ধারাবাহিকতাই ধরে রাখতে চাইছে গোটা ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলে নেই শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। তাঁরা দুজনেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য ব্যস্ত রয়েছেন। বাকি দল মোটামুটি একই রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্যাচে হয়ত সুযোগ মিলতে পারে সদ্য আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নজরকাড়া রাহুল ত্রিপাঠির। এখন দেখার, প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে Continue Reading