Saturday, June 3, 2023
spot_img
HomeখবরGhatal হতবাক সকলেই: একবছরে পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৭২ জন

Ghatal হতবাক সকলেই: একবছরে পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৭২ জন

Ghatal হতবাক সকলেই: একবছরে পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৭২ জন আত্মহত্যা করেছেন, আত্মহত্যার পরিসংখ্যানে জেলার শীর্ষে ঘাটাল মহকুমা, তালিকায় সব বয়সী মানুষই রয়েছেন, প্রত্যেকের কারণ ভিন্ন ভিন্ন, কি কারণে এত সংখ্যক মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন চলছে চুলচেরা বিশ্লেষন, মানুষের মানসিক অবসাদ নিয়ে এবার ‘আলোদিক’ টিম গঠন করলো পশ্চিম মেদিনীপুর পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে অবসাদগ্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে ঘাটালে বিশেষ আলোচনা শিবির হলো আজ

গত এক বছরে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে মোট ৬৭২ জন মানুষ আত্মহত্যা করেছেন। কেবলমাত্র ঘাটাল মহকুমা হাসপাতালের রেকর্ডেই সেই সংখ্যা ১৮৬ জন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আত্মহত্যার তালিকায় রয়েছে বিভিন্ন বয়সের মানুষ। অনেকে মানসিক অবসাদে ভুগতে ভুগতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনুমান পরিবার পরিজনদের। এই মহকুমায় এত সংখ্যাক মানুষের আত্মহত্যা রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে সকলের। এই নিয়ে বিভিন্ন মহলে নানান চর্চা শুরু হয়েছে আগেই।

একটা মহকুমায় একবছরে এত সংখ্যাক মানুষের আত্মহত্যার ঘটনা ভাবিয়ে তুলেছে পুলিশ প্রশাসন ও মনস্তত্ববিদের। পরিসংখ্যান সামনে আসতেই মানুষের আত্মহত্যার প্রবনতা কমাতে আলোদিক নামে একটি টিম গঠন করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মানসিক অবসাদগ্রস্থ মানুষদের মনের অন্ধকার দূর করে পৃথিবীর আলোয় আনতে এবং আত্মহত্যার প্রবণতা কমাতে কাজ করবে এই ‘আলোদিক’ টিমের সদস্যরা। কেউ মানসিক অবসাদে ভুগছেন এমন ব্যক্তিকে গতিময় জীবনে ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাবেন তাঁরা।

Ghatal হতবাক সকলেই: একবছরে পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৭২ জন

Ghatal News : নাবালিকা বিয়ে রুখতে ঘাটালের স্কুলে স্কুলে সচেতনতা শিবির ব্লক প্রশাসনের

Rainy Season : তোমার দেখা নাই

টিমের মধ্যে রয়েছেন একাধিক মনস্তত্ববিদ ও ডাক্তার। এর জন্য পুলিশের তরফে একটি মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে। ৭০৭৬৭৬৭৫৭৫ এই নম্বরে ফোন করে আলোদিক টিমের আলো নিতে পারেন যে কেউ। প্রসঙ্গত, প্রত্যেকের আত্মহত্যার কারণ ভিন্ন। কেউ প্রেমে ব্যর্থ, কেউ পরকীয়ায় ফেঁসে, কেউ বেকারত্বের জ্বালায়, কেউ ঋণগ্রস্ত হয়ে, কেউ জটিল রোগে ভুগে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ । তবে বিশেষজ্ঞদের মতে অনেক মৃত্যুর কারণ মানসিক অবসাদ। মানসিক অবসাদ ডেকে জীবনের প্রতি বিষন্নতা ডেকে আনে। এ বিশয়ে পুলিশের ‘আলোদিক’ টিম গঠন অনেকতাই প্রসংশনিয় বলেই মনে করছেন সকলেই।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -