Saturday, June 3, 2023
spot_img
HomeখবরGhatal Subdivision : বৃষ্টির অভাব, পাট কেটে মাঠেই শুকনো হচ্ছে পাট, ক্ষতির...

Ghatal Subdivision : বৃষ্টির অভাব, পাট কেটে মাঠেই শুকনো হচ্ছে পাট, ক্ষতির মুখে ঘাটাল মহকুমার পাট চাষীরা।

Paschim Medinipur : Ghatal Subdivision বৃষ্টির অভাব, নদী খাল বিলে জল নেই। পাট কেটে মাঠেই শুকনো হচ্ছে পাট, ক্ষতির মুখে ঘাটাল মহকুমার পাট চাষীরা। বর্ষার ভরা মরশুমে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। পুকুর নদী খাল বিলে জল নেই। আমন ধান রোপন আর জমির পাট ঘরে উঠবে কিভাবে? দুশ্চিন্তায় কৃষকরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দেওয়ানচক, বালিডাঙ্গা, লক্ষণপুর, সুলতানপুর, মনশুকা, দীর্ঘগ্রাম , জয়বাগ, সোয়াই সহ বিভিন্ন গ্রামের কৃষকরা এখন বৃষ্টির অপেক্ষায়। মাঠের পাট বাজার জাত গেলে সেই পাট কোনও পুকুর বা নদী বা খানাতে প্রায় দশ দিন ডুবিয়ে রাখতে হয়। তার পর সেই পাঠ থেকে কাঠি বের করেলে তাবেই বাজার জাত করা যায়। কিন্তু এ মরশুমে বৃষ্টির অভাবে পুকুর বা খাল বিল এখনও খালি।

Ghatal Subdivision : বৃষ্টির অভাব, পাট কেটে মাঠেই শুকনো হচ্ছে পাট, ক্ষতির মুখে ঘাটাল মহকুমার পাট চাষীরা।

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট ভেজানোর জল নেই নদী বা খাল গুলিতে। তাই পাট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পাট চাষীরা। অপর দিকে আমন ধান চাষের ক্ষেত্রেও জলের অভাবে বীজ বপন করতে পারছেন না তাঁরা। কোথাও কোথাও আবার মিনি বা ডিপ-টিউবওয়েলের পাম্প চালিয়ে ধান বীজ বপনের চেষ্টা চলছে। কবে হবে এ মরশুমের বৃষ্টি? কৃষক দের অপেক্ষার দৃষ্টি আকাশের দিকে। প্রসঙ্গত গত বছর বর্ষার সময় টানা পাঁচ বারের বন্যায় জমির ফসল ঘরে তুলতে পারেনি ঘাটাল মহকুমার কৃষকরা। এই বছর বার্ষায় মাঠ, ঘাট পুকুর এখনও শুকনো। সারা বছরের রুজি রোজগার নিয়ে তাই দুশ্চিন্তার আকাশ কৃষক মহলে।

সেই পুরোনো রথযাত্রা কেমন বদলে গেছে, কোথায় গেল সেই মেলার ঘাড় নাড়া পুতুল কিংবা পাঁপড়ভাজা!

Belgharia Manas Bag Durga Puja : ৭৫ বছরে পদার্পণ বেলঘরিয়া মানস বাগের দুর্গাপুজো

কে কে-র মৃত্যুতে সিবিআই তদন্তের আবেদন মঞ্জুর কলকাতা হাইকোর্টের

More News – বাড়ির কঁয়ো খঁড়তে গিয়ে দাসপুরে মৃত ঝাড়খন্ডের শ্রমিক

মেদিনীপুর জেলার দাসপুর থানার জোতঘনশ্যাম গ্রামের এক ব্যাক্তির বাড়িতে কুঁয়ো খুঁড়তে গিয়ে গর্তের মাটি ধসে মৃত্যু হল ঝাড়খন্ডের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম রামকৃষ্ণ মাদাইয়া (২৭)। আজ সকালে থেকে কঁয়ো খোঁড়ার কাজ চলাকালীন মাটির নিচে গর্ত খোঁড়ার সময় অসুস্থ গর্তের মাটি ধসে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -