Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাHardik Pandya : পন্থ-হার্দিকের ব্যাটেই এক দিনের সিরিজ জয় ভারতের

Hardik Pandya : পন্থ-হার্দিকের ব্যাটেই এক দিনের সিরিজ জয় ভারতের

নিজস্ব সংবাদদাতা : Hardik Pandya ম্যাঞ্চেস্টারের ২২ গজে রবিবার সিরিজ জয়ের ম্যাচে পরস্পরের রোহিত শর্মার ভারতের মুখোমুখি হয়েছিল বেন স্টোকসের ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। ফলে ৩ ম্যাচের সিরিজে ম্যাঞ্চেস্টারের ম্যাচটির গুরুত্ব ছিল রোহিত-স্টোকসদের কাছে ডু-অর-ডাই ম্যাচ। কেন না, সিরিজ জয়ের জন্য দুই দলের কাছেই এই ম্যাচে জয় পাওয়াটা দরকার ছিল। সবশেষে রোহিত বাহিনী ম্যাচ জিতে ২-১ এর ব্যবধানে সিরিজ পকেটে পুড়ল। আগের ম্যাচ গুলির মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন হিটমান ও বিরাট।

কঠিন সময়ে দলের পরিত্রাতা হয়ে দাঁড়ালেন ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ডিয়া। পন্থের শতরান আর হার্দিকের ৭১ রানের সুবাদে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০-র মতো এক দিনের সিরিজও দখল করল ভারত। উল্লেখ্য, বাকি দুটি ম্যাচের মতো শেষ এক দিনের ম্যাচেও টস জিতে হ্যাটট্রিক করলেন রোহিত শর্মা। এদিনের ম্যাচে টস জিতে তিনি বোলিং-এর সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন জোস বাটলার। তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৬০ রান। বল হাতে ভারতের হয়ে দুরন্ত ছন্দে দেখা যায় হার্দিক ও চাহালকে।

Hardik Pandya : পন্থ-হার্দিকের ব্যাটেই এক দিনের সিরিজ জয় ভারতের

Commonwealth Games 2022 : কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের নেতৃত্বে হরমন প্রীত

FIFA World Cup 2022 : অফসাইড-পেনাল্টি রুখতে এবার নতুন প্রযুক্তি ফিফার

Wimbledon 2022 : ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান

Ireland vs India : আয়ারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভাবতে নারাজ ভারত

FIFA : ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার নজির বিহীন সিদ্ধান্ত

মাত্র ৭ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান দিয়ে মূল্যবান ৪টি উইকেট পকেটে পোড়েন হার্দিক। অন্যপ্রান্তে তাঁকে যোগ্য সহযোগিতা করেন চাহাল। ৬০ রান খরচ করে ৩টি উইকেট নেন তিনি। আর সিরাজ নেন ২টি উইকেট। তবুও ২৬০ রানের টার্গেট ব্রিটশরা দেয় রোহিতদের। ব্যাট করতে নেমে শুরুতেই বিপদের মুখ দেখে ভারত।

একে একে রোহিত, বিরাট, সূর্যকুমাররা প্যাভেলিয়নে ফিরে যেতেই ২২ গজে ব্যাট হাতে ভারতের পরিত্রাতা হয়ে ওঠেন দুই তরুণ হার্দিক এবং পন্থ। আত্মবিশ্বাসের সঙ্গে ব্রিটিশ বোলারদের মোকাবিলা করে হার্দিক ৭১ রানে প্যাভিলিয়নে ফিরলেও, ক্রিজে থেকে যান পন্থ। করেন মূল্যবান শতরানটিও। যার ফলেই ম্যাচ জিতে একদিনের সিরিজ জয় ভারতের।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -