নিজস্ব সংবাদদাতা : আগামী আই পি এল নিয়ে সোমবার বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, আগামী আই পি এল অনুষ্ঠিত হবে আড়াই মাস ধরে। এবং নতুন কোনও ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার পরিকল্পনাও নেই বোর্ডের। তিনি আরও বলেন, আগামী আইপিএলগুলিতে বোর্ডের সঙ্গে কথা বলে চিন্তা-ভাবনা করা হচ্ছে যাতে করে একটা এক্সক্লুসিভ উইন্ডো খোলা যায়।
এবং সেক্ষেত্রে আই সি সি ও একটা সেকেন্ড উইন্ডো যদি খোলে তাহলে বিশ্বের অন্যান্য তারকারাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। প্রসঙ্গত, বর্তমানে আই পি এল যে সময়ে অনুষ্ঠিত হয়, সেই সময়ে বিশ্বের অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট গুলি বন্ধ থাকে। ফলে বিভিন্ন দেশের খেলোয়াড়রা ক্রিকেটের এই মেগা ইভেন্টে খেলার সুযোগ পান। বর্তমানে যদি আই পি এল আড়াই মাস ধরে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে ম্যাচের সংখ্যা ৭৪ থেকে বেড়ে দাঁড়াবে ৯৪-এ।
এছাড়া ২০২৪-৩১ সাল পর্যন্ত ক্যালেন্ডারের বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা হতে পারে বলেও জানান বোর্ড সচিব। আগামী আই পি এল-এ সম্প্রচারসত্ত্ব বিক্রি করে বি সি সি আই যে ৬.২ বিলিয়ন অর্থ ঘরে তুলেছে সে কথাও ফের একবার মনে করিয়ে দেন জয় শাহ।
I P L : আই পি এল নিয়ে বড় ঘোষণা জয় শাহের
Rugby Tournaments : বয়স কোনও ফ্যাক্টর নয়, বাংলার স্বার্থে এখনও লড়াই জারি প্রিয়াঙ্কার
Siliguri Election রবিবার অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন।
FIFA : ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার নজির বিহীন সিদ্ধান্ত
মহিলাদের ডবলসে খেতাব জয় ক্যারোলিনা-ক্রিস্টিনা জুটির
More News – ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান
টেনিসের অন্যতম সেরা টুর্নামেন্ট উইম্বলডন শুরু হয়ে গিয়েছে। সেই টুর্নামেন্টে একের পর এক বাধা টপকে এগিয়ে চলেছেন রায়ান পেনিস্টোন নামের এক টেনিস খেলোয়াড়। ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন গ্রেট ব্রিটেনের এই তরুণ। রায়ান অন্য খেলোয়াড়দের মতো সুস্থ নন। তাঁর শরীরে বাসা বেঁধে আছে মারণ রোগ ক্যান্সার। তবুও তাঁকে টেনিসের কোর্ট থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। উল্লেখ্য, রায়ানের শরীরে মারণ রোগের যে প্রজাতিটি ধরা পড়ে তার নাম রাবডোমিসায়ারকোমা। রায়ান এসব নিয়ে একদমই চিন্তিত নয়। তাঁর মতে Continue Reading