নিজস্ব সংবাদদাতা : ISL ANNOUNCE FIXTURE বৃহস্পতিবার ঘোষিত হয়ে গেল আসন্ন আই এস এল-এর সূচি। এফএসডিএল-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হল। আগামী ৭ তারিখ ভারতের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে। আসন্ন আই এস এল-এর উদ্বোধনী ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে কেরল ব্লাস্টার্সের। ম্যাচটি অনুষ্ঠিত হবে কেরলের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। অন্য দিকে, এটিকে মোহন বাগান প্রথম মাঠে নামবে ১০ অক্টোবর। প্রথম ম্যাচে হুয়ান ফার্নান্দোর দলের মুখোমুখি হচ্ছে চেন্নাইয়ান এফ সি।
উল্লেখ্য, একই সঙ্গে এফ এস ডি এল-এর পক্ষ বৃহস্পতিবার ঘোষণা করা হল নতুন ফরম্যাটেরও। অর্থাৎ আগের দু বছরের মতো চলতি বছরেও ফিরে এল হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের নিয়মও। সবচেয়ে উল্লেখ্যযোগ্য বিষয় হল আসন্ন আই এস এল-এর প্রথম ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। এবং দ্বিতীয় ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি। এছাড়া বদল হয়েছে আরও কিছু নিয়মের। যেমন লিগ টেবিলের প্রথম দুই স্থানে থাকা দল গুলি সরাসরি খেলবে সেমিফাইনালে।
তৃতীয় এবং ষষ্ঠ স্থানে থাকা দল গুলি খেলবে এলিমেটরে। প্রথমে তৃতীয় স্থানে থাকা দল খেলবে ৬ ষ্ঠ স্থানে থাকা দলের বিরুদ্ধে। এবং চতুর্থ স্থানে থাকা দল খেলবে পঞ্চম স্থানে থাকা দলের বিরুদ্ধে। এই ম্যাচে যারা জিতবে তারাই প্রথম দুই স্থানে থাকা দলগুলির বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে সেমিফাইনাল খেলবে। আর যে দলগুলি সবার ওপরে শেষ করবে সেই দল লিগ-শিল্ড জিতে এ এফ সি কাপে খেলার যোগ্যতা অর্জন করবে
ISL ANNOUNCE FIXTURE ঘোষিত হল আসন্ন আই এস এল -এর সূচি
Love : দীপকের পর কিঞ্চিত, মাঠেই প্রেম নিবেদন
এক নজরে দেখে নেওয়া যাক দুই প্রধানের সূচি
ইমামি ইস্টবেঙ্গল
- ৭ অক্টোবর : ইমামি ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স
- ১২ অক্টোবর : ইমামি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
- ২০ অক্টোবর : ইমামি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট
- ২৯ অক্টোবর : ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান
- ৪ নভেম্বর : ইমামি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান এফসি
- ১১ নভেম্বর : ইমামি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু
- ১৮ নভেম্বর : ইমামি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি
- ২৭ নভেম্বর : ইমামি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
- ৯ ডিসেম্বর : ইমামি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি
- ১৬ ডিসেম্বর : ইমামি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি
- ৩০ ডিসেম্বর : ইমামি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু
- ৭ জানুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা
- ১৩ জানুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি
- ২০ জানুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি
- ২৬ জানুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া
- ৩ ফেব্রুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স
- ৮ ফেব্রুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট
- ১২ ফেব্রুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়ান এফসি
- ১৯ ফেব্রুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি
- ২৫ ফেব্রুয়ারি : ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান
এ টি কে মোহনবাগান - ১০ অক্টোবর : এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসি
- ১৬ অক্টোবর : এটিকে মোহনবাগান বনাম কেরলা ব্লাস্টার্স
- ২৯ অক্টোবর : এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল
- ৬ নভেম্বর : এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি
- ১০ নভেম্বর : এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট
- ২০ নভেম্বর : এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া
- ২৬ নভেম্বর : এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
- ৩ ডিসেম্বর : এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি
- ৮ ডিসেম্বর : এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি
- ১৫ ডিসেম্বর : এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি
- ২৪ ডিসেম্বর : এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট
- ২৮ ডিসেম্বর : এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া
- ১৪ জানুয়ারি : এটিকে মোহনবাগান বনাম মুম্বই
- ২১ জানুয়ারি : এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান সিটি এফসি
- ২৮ জানুয়ারি : এটিকে মোহনবাগান বনাম ওড়িশা
- ৫ ফেব্রায়ারি : এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু
- ৯ ফেব্রুয়ারি : এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর
- ১৪ ফেব্রুয়ারি : এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি
- ১৮ ফেব্রুয়ারি : এটিকে মোহনবাগান বনাম কেরল ব্লাস্টার্স
- ২৫ ফেব্রুয়ারি : এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল