Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাK L Rahul : সুস্থতার পথে লোকেশ রাহুল

K L Rahul : সুস্থতার পথে লোকেশ রাহুল

নিজস্ব সংবাদদাতা : K L Rahul সফল হল কেএল রাহুলের অস্ত্রোপচার। জার্মানির একটি হাসপাতালে কুঁচকিতে চোট নিয়ে ভর্তি হয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ ব্যাটারটি। সোশ্যাল মিডিয়ায় নিজেই তাঁর সুস্থতার খবর জানিয়েছেন রাহুল। সেখানে তিনি লেখেন, হ্যালো আমি কঠিন দিন গুলিকে অতিক্রম করে এসেছি। আমার অস্ত্রপচার সফল হয়েছে। আপনারা আমার জন্য যেভাবে প্রার্থনা করেছেন, তাতে আপনাদের সকলকে ধন্যবাদ। উল্লেখ্য, কুঁচকিতে চোটের কারণে কেএল রাহুল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও বাদ পড়েন।

রাহুলের চোটের কারণে বাদ পড়ার পরেই বি সি সি আই কর্তাদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছিল। কেন না, তাঁদের হাতে ওপেনার বলতে ছিল দলনেতা রোহিত শর্মা এবং শুভমন গিল। কিন্তু এরইমধ্যে রোহিতের করোনা হওয়ায় সেই চিন্তা আরও বাড়িয়ে দেয়। বাধ্য হয়ে তাঁরা তড়িঘড়ি মায়াঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ড সফরের জন্য উড়িয়ে নিয়ে যান। এখন দেখার পঞ্চম টেস্টে ভারতীয় দলের চূড়ান্ত একাদশ কি হয়। আর কারাই বা ঠাঁই পান সেই একাদশে।

K L Rahul : সুস্থতার পথে লোকেশ রাহুল

Wimbledon 2022 : ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান

More News – মালয়েশিয়া ওপেনের শেষ আটে সিন্ধু

নিজস্ব সংবাদদাতা : চলতি বছরের মালয়েশিয়া ওপেনেও দুরন্ত ফর্মে রয়েছেন দুই ভারতীয় শার্টলার পিভি সিন্ধু ও এইচ এস প্রণয়। এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে থাইল্যান্ডের ফিত্তায়াপর্ণকে হারান সিন্ধু। ম্যাচের প্রথম সেটে ২১-১৯ পয়েন্টের মাধ্যমে থাই প্রতিদ্বন্দ্বীর কাছে হার স্বীকার করলেও, দ্বিতীয় সেট থেকেই নিজের আধিপত্য দেখাতে থাকেন দক্ষিণী শার্টলার। দ্বিতীয় সেটের ২১-৯ পয়েন্ট সিন্ধু হারান তাঁর প্রতিদ্বন্দ্বীকে। তৃতীয় সেটও যায় সিন্ধুর পক্ষে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী হলেন চাইনিজ শার্টলার চাইনিজ তাইপে জু ইং।

সিন্ধুর মতো পুরুষদের ম্যাচেও জয়ের মুখ দেখলেন টমাস কাপে ভারতীয় দলের অন্যতম সদস্য এইচ এস প্রণয়। প্রণয় মুখোমুখি হয়েছিলেন চিনের তাইপেই চৌ তিয়েন চেনের বিরুদ্ধে। প্রণয়ের এই ম্যাচ জিততে কোনও অসুবিধাই হয়নি। কেননা, মাত্র ৩৫ মিনিটেই জয় হাসিল করেন ভারতীয় শাটলার। খেলার ফল ২১-১৫, ২১-৭। কোয়ার্টার ফাইনালে প্রণয় মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির।

সিন্ধু এবং প্রণয় জয়ের মুখ দেখলেও ভারতের ওপর শার্টলার পারুপল্লি কাশ্যপ পরাজিত হন থাই শার্টলার কুনলাভুট ভিটিডসারামের কাছে। ম্যাচের ফল ২১-৯, ২১-১০। উল্লেখ্যে মালয়েশিয়া টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছিলেন ভারতের মহিলা শার্টলার সাইনা নেওয়াল।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -