Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাKushal Das : ইস্তফা দিলেন কুশল দাস

Kushal Das : ইস্তফা দিলেন কুশল দাস

নিজস্ব সংবাদদাতা : Kushal Das বৃহস্পতিবার এ আই এফ এফ-এর সচিব পদ থেকে ইস্তফা দিলেন কুশল দাস। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং তাঁর পদত্যাগপত্র তিনি এ আই এফ এফ-এর বর্তমান প্রশাসক কমিটির কাছেও পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যোগ দিয়েছিলেন কুশল দাস। সেই বছরই তিনি সচিব পদে আসীন হন।

সম্প্রতি এ আই এফ এফ-এর পুরনো নির্বাচনী কমিটি ভেঙে দিয়ে দেশের শীর্ষ আদালত তিন সদস্যের এক কমিটি গঠন করেছে। কারণ, দীর্ঘদিন এ আই এফ এফ-এর কোনও নির্বাচন হয়নি। তারফলে সরে যেতে হয়েছে প্রফুল্ল প্যাটলকেও। এবার নিজে থেকেই সরে দাঁড়ালেন কুশল দাস। যদি ফুটবল বিশেষজ্ঞের একাংশের মতে, কুশল দাসের বর্তমান বয়স ৬৩। সঠিক সময়ে যদি এ আই এফ এফ-এর নির্বাচন অনুষ্ঠিত হত, তাহলে কুশল দাসকে এমনিতেই সরে যেতে হত। কেন না, ৬০ বছরের বয়সের বেশি কেউ-ই এই পদে আসীন থাকতে পারে না। অবশ্য, নির্বাচিত কমিটি কাউকে দীর্ঘমেয়াদী চুক্তিতে রাখতে পারে।

গত ২০ জুন শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে গিয়েছিলেন কুশল দাস। তারপরই বৃহস্পতিবার তাঁর ইস্তাফা দেওয়া। এর ফলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এ আই এফ এফ-এ প্রফুল্ল প্যাটেল যুগের অবসান হল। দীর্ঘদিন এ আই এফ এফ-এর সচিব পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুলও উঠেছিল। তবে সে গুলি সবই এখন তদন্তের আওতায়। পাশাপাশি তাঁর আমলে ভারতীয় ফুটবলের সর্বোময় সংস্থা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপও গ্রহণ করে।

Kushal Das : ইস্তফা দিলেন কুশল দাস

Wimbledon 2022 : ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান

Sepp Blatter : ইনফান্তিনোর ওপর তোপ দাগছেন ব্লাটার

Rugby Tournaments : বয়স কোনও ফ্যাক্টর নয়, বাংলার স্বার্থে এখনও লড়াই জারি প্রিয়াঙ্কার

More News – মালয়েশিয়া ওপেনের শেষ আটে সিন্ধু

চলতি বছরের মালয়েশিয়া ওপেনেও দুরন্ত ফর্মে রয়েছেন দুই ভারতীয় শার্টলার পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে থাইল্যান্ডের ফিত্তায়াপর্ণকে হারান সিন্ধু। ম্যাচের প্রথম সেটে ২১-১৯ পয়েন্টের মাধ্যমে থাই প্রতিদ্বন্দ্বীর কাছে হার স্বীকার করলেও, দ্বিতীয় সেট থেকেই নিজের আধিপত্য দেখাতে থাকেন দক্ষিণী শার্টলার। দ্বিতীয় সেটের ২১-৯ পয়েন্ট সিন্ধু হারান তাঁর Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -