নিজস্ব সংবাদদাতা : Lewandsky জল্পনার অবসান হল অবশেষে। বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেওয়ানডস্কি অবশেষে যোগ দিলেন বার্সা শিবিরে। সূত্রের খবর, তিন বছরের চুক্তিতে কাতালানদের শিবিরে গেলেন তিনি। উল্লেখ্য, চলতি দল বদলের বাজারে লেওয়ানডস্কির দল বদল টাই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের। বায়ার্নের এই স্ট্রাইকারটিকে দলে নিতে বার্সাকে খরচ করতে হয়েছে ৪২.৫ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত জার্মান ক্লাবটির সঙ্গে পোলিশ স্ট্রাইকারের চুক্তি ছল ৩ বছরের। এরপরও চলতি বছরে তাঁর ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। অবশেষে তাঁর ইচ্ছাই পূর্ণ হল। চ্যাম্পিয়ন্স লিগে ১০৬টি ম্যাচে ৮৬টি গোল করা পোলিশ স্ট্রাইকার বার্সায় গিয়ে কতটা সফল হবেন তা অবশ্য সময়ই বলবে। তবে বিগত বেশ কয়েক বছর আক্রমণ ভাগের অভিজ্ঞ খেলোয়াড় দলে না থাকায় যথেষ্ট ভুগতে হয়েছে কাতালানদের। লেওয়ানডস্কিকে দলে নিয়ে এবার হয়তো সেই অধরা খড়াই মেটাতে চলেছেন বার্সা টিম ম্যানেজম্যান্ট।
Lewandsky : তিন বছরের চুক্তিতে বার্সায় লেওয়ানডস্কি
Singapore Open 2022 : সিঙ্গাপুর ওপেনের শেষ চারে সিন্ধু
More News- ক্যারিবিয়ান সফরের জন্য অনুশীলনে ব্যস্ত রাহুল
নিজস্ব সংবাদদাতা : আগামী ২২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করছে টিম ইন্ডিয়া। সেই দলের অন্যতম সদস্য হলেন লোকেশ রাহুল। চোটের কারণে ইংল্যান্ড সিরিজে দলে না থাকলেও, ক্যারিবিয়ান সফরে তাঁকে দলে রেখেছেন টিম ইন্ডিয়ার নির্বাচকরা। তবে তাঁরা জানিয়েছেন, চূড়ান্ত দলে সুযোগ পেতে গেলে লোকেশ রাহুলকে অবশ্যই চিকিত্সকদের ফিট সার্টিফিকেট দেখাতে হবে। তবে সেই সব তোয়াক্কা না করেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দিনভর অনুশীলনে ব্যস্ত রেখেছেন ভারতীয় দলের এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে খেলার সময়ই কুঁচকিতে চোট পেয়েছিলেন এই ব্যাটার। তারপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। সূত্রের খবর, প্রথমে ইন্ডোর অনুশীলন এবং তারপর নেট প্র্যাকটিস চলছে রাহুলের। আর নেটে রাহুলকে বল করছেন বাংলা তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঝুলন গোস্বামী। ইতিমধ্যেই সেই অনুশীলনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
উল্লেখ্য, সব কিছু ঠিকঠাক চললে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে যে ছন্দে রাহুলকে দেখা যাচ্ছে, তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে হয়তো ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে ফের দেখা যাবে কেএল রাহুলকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত তিনটি এক দিনের এবং ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সেই ম্যাচ গুলিতে কে এল রাহুল যদি সুযোগ পান, তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়েরও সুবিধা হবে ওপেনিং জুটিটা দেখে নেওয়ার।