Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাNadal Match : নাদাল জয় পেলেও, হার মানলেন ইগা স্বোয়াতেক

Nadal Match : নাদাল জয় পেলেও, হার মানলেন ইগা স্বোয়াতেক

নিজস্ব সংবাদদাতা : Nadal Match : একটা বা দুটো ম্যাচ নয়, টানা ৩৭ টা ম্যাচে জয় পাওয়ার পর শেষ পর্যন্ত হার মানলেন ইগা স্বোয়াতেক। চলতি বছরের উইম্বলডনের তৃতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের ৩৭ নম্বর স্থানে থাকা অলিজে কর্নেটের কাছে হার স্বীকার করলেন ইগা। ম্যাচের ফল ৬-৪, ৬-২।

উল্লেখ্য, ম্যাচের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন ইগা। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ম্যাচে জয় ছিনিয়ে নেন অলিজে কর্নেট। ২০১৪ সালে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন অর্নেট। রবিবার ম্যাচের পর তিনি সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন, আজ ম্যাচ জেতার পর বড় বেশি করে মনে পড়ছে আট বছর আগের সেই দিনকার কথা। যেদিন এই কোর্টেই ব্যাট হাতে আমি হারিয়েছিলাম সেরেনা উইলিয়ামসের মতো  টেনিস নক্ষত্রকে।

এই টুর্নামেন্টের ওপর ম্যাচে নিজের ছন্দে রয়েছেন রাফায়েল নাদাল। লরেঞ্জো সোনোগোকে হারিয়ে চলতি বছরের উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন রাফা। ম্যাচের ফল  ৬-১, ৬-২, ৬-৪। এই রাউন্ডে রাফার প্রতিদ্বন্দ্বী বোতিক ভ্যান ডে জান্ডশাল্পে। এখন দেখার সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল অস্ট্রেলিয়া এবং ফরাসি ওপনের মতো উইম্বলডনের খেতাবও পকেটে পুড়তে পারেন কি না।

রাফার মতো জয় পেলেন নিক কিরগিওসের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাঁর কাছে হার মানলেন স্তেফানোস সিতসিপাস। ম্যাচের ফল ৬-৭ (২-৭), ৬-৪, ৬-৩, ৬-৭(৯-৭)। ওপর আর একটি ম্যাচে পাওলা বাডাসোর কাছে ৫-৭, ৬-৭ (৪-৭) পয়েন্ট ম্যাচ হেরে এবারের মতো উইম্বলডন থেকে বিদায় নিলেন পেত্রা কিতোভার।

Nadal Match : নাদাল জয় পেলেও, হার মানলেন ইগা স্বোয়াতেক

FIFA World Cup 2022 : অফসাইড-পেনাল্টি রুখতে এবার নতুন প্রযুক্তি ফিফার

Cricket Association Of Bengal : অভিনব উদ্যোগ গ্রহণ সিএবি-র

More News – দলবদল করতে চেয়ে আবেদন সিআর সেভেনের

এই মুহূর্তে বিশ্বের ফুটবল বাজারে সবচেয়ে আলোচিত বিষয় হতে চলেছে সিআর সেভেন-এর দলবদল ঘিরে। সত্যি কি রেড ডেভিলসদের সঙ্গ ত্যাগ করতে চলেছেন পুর্তগিজ তারকা। সূত্রের খবর, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ম্যান-ইউ কর্তাদের কাছে আবেদন করেছেন, তাঁকে আগামী মরশুমের জন্য রিলিজ করে দেওয়ার জন্য। বিশেষ সূত্রের খবর, ক্রিশ্চিয়ানো নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে তিনি বিশেষভাবে আগ্রহী। যদিও Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -