Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাOne Day Cricket Match : প্রথম ম্যাচেই ক্যারিবিয়ান বধ ভারতের

One Day Cricket Match : প্রথম ম্যাচেই ক্যারিবিয়ান বধ ভারতের

নিজস্ব সংবাদদাতা : One Day Cricket Match ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত প্রথম এক দিনের ম্যাচে জয় পেল। ভারতের হয়ে অনবদ্য খেললেন দল নেতা শিখর ধাওয়ান। তাঁকে যোগ্য সহযোগিতা করলেন অন্য দুই তরুণ ব্যাটার শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। ধাওয়ানের ব্যাট থেকে এল মূল্যবান ৯৭ রান। তিন রানের জন্য শতরান পূর্ণ হল না ছোটা গব্বরের। তাতে কি, ম্যাচে তো জয়লাভ করেছে দল। এতেই খুশি ধাওয়ান।

ধাওয়ান এই রান করেন ১০টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে। অন্য দিকে গিলের ব্যাট থেকে আসে মূল্যবান ৬৪ রান। পিছিয়ে ছিলেন না আর এক তরুণ শ্রেয়স আইয়ার। তাঁর ব্যাট থেকে এল ৫৪ রান। এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে ভারতের এই তরুণ ব্যাটার নজির গড়লেন এক নতুন রেকর্ডের। ভেঙে দিলেন তাঁরই সতীর্থ কেএল রাহুলের রেকর্ড। ম্যাচের শুরুতে থেকেই ক্যারিবিয়ান বোলারদের ওপর দাপট দেখাতে শুরু করেন ভারতীয় ব্যাটাররা।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান। যা বিশাল একটা টার্গেট। ভারতের এই রানের স্কোর দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন ভারত এই ম্যাচে হাসতে হাসতে জিতে যাবে। কিন্তু না, তা হয়নি। খেলাটার নাম যে ক্রিকেট। লাস্ট বল অবধি অপেক্ষা করতে হয়। একটা সময় মনে হয়েছিল ম্যাচটা হয়তো ভারতের হাত থেকে বেরিয়ে যাবে

One Day Cricket Match : প্রথম ম্যাচেই ক্যারিবিয়ান বধ ভারতের

Hardik Pandya : পন্থ-হার্দিকের ব্যাটেই এক দিনের সিরিজ জয় ভারতের

World Shooting Championship 2022 : বিশ্ব শ্যুটিংয়ে সোনা জয় অর্জুনের

Commonwealth Games 2022 : কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের নেতৃত্বে হরমন প্রীত

Mutton Panthers : উত্তর কলকাতার বনেদি খাবার – মাটন প্যান্থারাস, আবিষ্কারেই ঐতিহ্য

Ghatal Subdivision : বৃষ্টির অভাব, পাট কেটে মাঠেই শুকনো হচ্ছে পাট, ক্ষতির মুখে ঘাটাল মহকুমার পাট চাষীরা।

ক্যারিবিয়ানদের হয়ে লম্বা রান করলেন ব্যাটার মায়ের্স ৭৫, ব্রেন্ডন ৫৪ এবং ব্রুকস ৪৬ এই তিন জন ছাড়া আর কোনও ক্যারিবিয়ান ব্যাটার মাথা উঁচু করে দাঁড়াতে পারলেন না ভারতীয় বোলারদের সামনে। ভারতের হয়ে বল হাতে মহম্মদ সিরাজ ২টি এবং চাহাল দুটি উইকেট নেন। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় ভারত। ফলে প্রথম ম্যাচটি জিতে ১-০ তে এগিয়ে গেল শিখর ধাওয়ানের দল।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -