Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাOne Day Match : লর্ডসের মাঠে মুখ থুবড়ে পড়ল রোহিত বাহিনী

One Day Match : লর্ডসের মাঠে মুখ থুবড়ে পড়ল রোহিত বাহিনী

নিজস্ব সংবাদদাতা : One Day Match বৃহস্পতিবার লর্ডসের মাঠে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। তিন সিরিজের এক দিনের ম্যাচে প্রথমটিতে ভারত জয়ের মুখ দেখলেও, দ্বিতীয় ম্যাচে লর্ডসের মাঠে রোহিত শর্মার দলকে কিন্তু হারের মুখ দেখালেন ব্রিটিশরা। ১০০ রানে ম্যাচটি তে হার স্বীকার করলেন রোহিত ব্রিগেড। এই দিনের ম্যাচেও ব্যাট হাতে নিজের অফফর্ম বজায় রাখলেন মিঃ কোহলি। তাঁর ব্যাট থেকে এল মাত্র ১৬ রান। অন্য দিকে বিরাটের মতো ব্যর্থের তালিকায় নাম লেখালেন অধিনায়ক হিটম্যানও। তিনি সাজ ঘরে ফিরেছিলেন শূন্য রানে।

তবে ভারতকে ১০০ রানের গন্ডি পার করতে তিনজন ব্যাটারের সাহায্য নিতে হয়। তাঁরা হলেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া রবীন্দ্র জাদেজা। কিন্তু তাঁদের এই রান ইংল্যান্ডের ২৪৭ রানের টার্গেট অতিক্রম করতে যথেষ্ট ছিল না। ভারতের এই তিন জন ব্যাটার যথাক্রমে রান করেন ২৭, ২৯ ও ২৯। এই ম্যাচে টসে জিতে ভারত অধিনায়ক হিটম্যান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন মইন আলি ৪৭। ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেন যজুবেন্দ্র চাহাল। ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে চারটি উইকেট দখল করেন তিনি। হার্দিক ও বুমরাহ নেন দুটি করে উইকেট। তবে এদিন বল হাতে কোনও উইকেট পেলেন না মহম্মদ শামি।

One Day Match : লর্ডসের মাঠে মুখ থুবড়ে পড়ল রোহিত বাহিনী

World Shooting Championship 2022 : বিশ্ব শ্যুটিংয়ে সোনা জয় অর্জুনের

Commonwealth Games 2022 : কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের নেতৃত্বে হরমন প্রীত

Wimbledon 2022 : ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান

Rugby Tournaments : বয়স কোনও ফ্যাক্টর নয়, বাংলার স্বার্থে এখনও লড়াই জারি প্রিয়াঙ্কার

FIFA World Cup 2022 : অফসাইড-পেনাল্টি রুখতে এবার নতুন প্রযুক্তি ফিফার

অন্য দিকে, ব্রিটিশ ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেন মইন আলি। তাঁর ব্যাট থেকে আসে ৪৭ রান। ডেভিড উইলি ৪১ এবং বেয়ারস্টো করেন ৩৮ রান। বল হাতে ব্রিটিশদের হয়ে সর্বাধিক উইকেট নেন রেস টপলে। ২৪ রানে ৬ উইকেট নিয়ে লর্ডসের মাঠে ভারতকে একাই শেষ করে দিলেন এই ব্রিটিশ বোলার। বৃহস্পতিবারের এই ম্যাচ জেতার ফলে শেষ একদিনের ম্যাচটির গুরুত্ব বেড়ে গেল। কেননা ওই ম্যাচটি যে জিতবে, সিরিজ জিতবে তারাই।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -