জয়ন্ত চক্রবর্তী :- 26 জুন – অবিশ্বাস্য হলেও এটি ঘটনা যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিনেমা হল এ গিয়ে সিনেমা দেখেছিলেন। আড়াই ঘন্টা হলে বসে সিনেমা দেখেন তিনি। চিপসের প্যাকেট ভেঙে আলুভাজা খেয়েছিলেন কিনা জানা না গেলেও রবীন্দ্রনাথ উনিশশো সায়তিরিশ সালের ছয় মার্চ অশোক কুমার – দেবিকারানী অভিনীত আচ্যুতকন্যা ছবিটা দেখেছিলেন ফার্স্ট ডে ফার্স্ট শো। ছবিটি চলেছিল আট তিরিশ সপ্তাহ। অন্তত ছবির ক্যাটালগ সেই কথাই বলছে। তখন তো অন্য কোনও প্রমোশন ছিলোনা। ক্যাটালগই ছিল একমাত্র প্রমোশন। পারাডাইজ হলে ছবির মুক্তি ঘটেছিলো রবীন্দ্রনাথ পরিচালক হিমাংশু রায় এর আমন্ত্রণে গিয়েছিলেন বলে জানা যায়। ছবিটির ক্যাটালগ চার ভাষায় প্রকাশিত হয়েছিল- বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্