নিজস্ব সংবাদদাতা : Rahul Dravid জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জেতার পর পরই ভারতীয় শিবিরে হানা দিল দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ! রোহিতদের দলের হেডস্যার রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ এশিয়া কাপের আগে এই দুঃসংবাদ ভারতীয় দলকে বেশ কিছুটা ব্যাক ফুটে ঠেলে দিল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এর ফলে হয়তো রাহুল দ্রাবিড়কে এশিয়া কাপের আসরে ভারতীয় দলের হটসিটে দেখা যাবে না।
উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট থেকে আরবের মাটিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ ক্রিকেটের আসর। রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত হওয়ার জন্য এখন তাঁকে বেশ কিছু দিন থাকতে হবে নিভৃত বাসে। সূত্রের খবর, কাজেই এশিয়া কাপে ভারতীয় দলের কোচের ভূমিকা পালন করবেন ভি ভি এস লক্ষ্মণ। বি সি সি আই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দলের সঙ্গে যেতে পারেবন না রাহুল। তাঁর আর টি পি সি আর রিপোর্ট নেগেটিভ আসর পরই দলের সঙ্গে যোগ দেবেন রাহুল দ্রাবিড়।
Rahul Dravid : করোনা আক্রান্ত রাহুল দ্রাবিড়
Mohun Bagan Match : আসন্ন মরশুমের জন্য চার অধিনায়ক বাগানের
CWG Badminthon ব্যাডমিন্টনে সোনার হ্যাটট্রিক ভারতের
Sudhir Commonwealth Games : প্যারা অলিম্পিকে পাওয়ার লিফটিংয়ে সোনা সুধীরের
Commonwealth Games India Badminton অল্পের জন্য সোনা হাতছাড়া সিন্ধুদের
Commonwealth India এক নয়, ভারতীয় মহিলা দলেরই দুই সদস্য করোনায় আক্রান্ত
One Day Match India : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
More News – কুম্বলের বদলি খোঁজার শুরু পাঞ্জাবের
লতি বছরের আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। তার মধ্যেই আগামী মরশুমের জন্য নতুন কোচের সন্ধান শুরু করে দিল প্রীতি জিন্টার দল। কেননা, আগামী মরশুম শুরু হওয়ার আগেই ২০২২-এর সেপ্টেম্বর মাসেই চুক্তি পাঞ্জাব দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে অনিল কুম্বলের। ফলে অনিল কুম্বলের পরিবর্তিত হিসেবে কাকে দলের দায়িত্ব দেওয়া হবে, তা এখন থেকে খোঁজা শুরু করে দিয়েছে পঞ্চ দলের দলটি।
সূত্রের খবর, কেকের দলের প্রাক্তন কোচ ইয়ন মর্গ্যানের সঙ্গে কথা চালাচ্ছেন পাঞ্জাব টিম ম্যানেজম্যান্ট। পাশাপাশি উঠে আসছে ট্রেভর বেলিসের নামও। এছাড়াও কোচ হিসেবে আর এক ভারতীয় কোচের নাম উঠে আসছে। এখন দেখা যাক চলতি মরশুমে পাঞ্জাব দলের হেডস্যারের পদে কে বসেন। Continue Reading