Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাRanji Trophy : মুম্বইকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

Ranji Trophy : মুম্বইকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

নিজস্ব সংবাদদাতা : Ranji Trophy : রবিবার ভারতের ঘরোয়া ক্রিকেটে এক নতুন ইতিহাসের সূচনা হল। রঞ্জি ট্রফির ফাইনালে শক্তিশালী মুম্বইয়কে ৬ উইকেটে হারিয়ে দিল মধ্যপ্রদেশ। এই প্রথমবার রঞ্জি জয়ের স্বাদ পেল তারা। আজ থেকে প্রায় ২৩ বছর আগে মধ্যপ্রদেশ রঞ্জির ফাইনালে খেললেও ট্রফি জয় তাদের সামনে অধরাই থেকে গিয়েছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। যিনি বর্তমানে মধ্যপ্রদেশ দলের কোচ।

ফাইনাল ম্যাচের চতুর্থ দিনের শেষে মুম্বইয়ের রান ছিল ২ উইকেটে ১১৩। পঞ্চম দিনে মুম্বইয়ের ইনিংস শেষ হয় ২৬৯ রানে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে প্রথম ইনিংসে লিড মুম্বইকে হারিয়ে দেবে মধ্যপ্রদেশ। কিন্তু পঞ্চম দিনে সরাসরিই জয়ের সুযোগ পেয়ে যায় চন্দ্রকান্ত পণ্ডিতের দল। জয়ের জন্য প্রয়োজনীয় ১০৮ রানই মধ্যপ্রদেশ তুলে নেয় চার উইকেট হারিয়ে। মধ্যপ্রদেশের এই জয়ের পিছনে অন্যতম ভূমিকা নেন ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা রজত পাতিদার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুম্বই-এর হয়ে পৃথ্বী শ (৪৪), সুবেদ পারকার (৫১), সরফরাজ খান (৪৫)-রানের সুবাদে শেষ হয় ২৬৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হিমাংশু মন্ত্রী ও শুভম শর্মা। এই দুই ব্যাটার প্যাভিলিয়েন ফিরে গেলে মধ্যপ্রদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন শুভম শর্মা (৩০) ও রজত পাতিদার (৩০)। বল হাতে মধ্যপ্রদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কুমার কার্তিকেয়। তিনি ঝুলিতে পোড়েন ৪টি উইকেট। শেষ পর্যন্ত ২৩ বছর আগের অধরা স্বপ্ন সফল হল চন্দ্রকান্ত পণ্ডিতের। ম্যাচ জিতে স্বভাবতই খুশি মধ্যপ্রদেশের কোচ।

Ranji Trophy : মুম্বইকে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ

Siliguri Election রবিবার অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন।

FIFA : ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার নজির বিহীন সিদ্ধান্ত

More News – আয়ারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভাবতে নারাজ ভারত

রবিবার ডারবানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের। এই ম্যাচে মাঠে আমার আগে আত্মবিশ্বাসে ভরপর টিম ইন্ডিয়া। কেন না দেশের মাটিতে সদ্য প্রোটিয়াদের রুখে দিয়েছে ঋষভ পন্থরা। সেই সিরিজের ধারাবাহিকতাই ধরে রাখতে চাইছে গোটা ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলে নেই শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। তাঁরা দুজনেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -