নিজস্ব সংবাদদাতা : Sadio Mane চলতি বছরে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সাদিও মানে। গত দু বছর মহামারি করোনার জন্য এই অনুষ্ঠান বন্ধ ছিল। ফের তা চালু হল চলতি বছরে। চলতি বছর এই পুরস্কারের তালিকায় ছিলেন তিনজন। সাদিও মানের সঙ্গে অন্য দুজন হলেন মহম্মদ সালাহ এবং এদুয়ার্দ মেন্দি। শেষ পর্যন্ত এই দুজনকে পিছনে ফেলে খেতাব জিতলেন সাদিও মানে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে আফ্রিকান নেশন কাপে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। আর সেনেগালের সেই চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন প্রাক্তন লিভারপুল তারকা।
না এখানেই থেমে থাকেননি তিনি। আফ্রিকা নেশন কাপের মতো কাতার বিশ্বকাপে সেনেগালের যোগ্যতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বছর ৩০-এর সাদিও মানে। মিশরের বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছিলেন এই সাদিও মানেই। এই নিয়ে টানা দু বার আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরস্কারের খেতাব জয় করলেন আফ্রিকান ডায়মন্ড। সবশেষ এই খেতাব পেয়ে উত্সাহীত সাদিও মানে তা উত্সর্গ করলেন সেনেগালের তরুণ দেরকে। সব শেষে সালাহর সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাদিও মানে বলেন, আমি করি না কোনও খেলোয়াড়ের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বীতা আছে। সালাহর সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই আছে।
Sadio Mane : আফ্রিকার সেরা সাদিও মানে
Mohammedan Sporting : আবার চমক দিল মহমেডান স্পোর্টিং
Wimbledon Sports : উইম্বলডনের স্বাদ পেলেন রাইবাকিনা
Nadal Match : নাদাল জয় পেলেও, হার মানলেন ইগা স্বোয়াতেক
More News – পন্থ-হার্দিকের ব্যাটেই একদিনের সিরিজ জয় ভারতের
ম্যাঞ্চেস্টারের ২২ গজে রবিবার সিরিজ জয়ের ম্যাচে পরস্পরের রোহিত শর্মার ভারতের মুখোমুখি হয়েছিল বেন স্টোকসের ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। ফলে ৩ ম্যাচের সিরিজে ম্যাঞ্চেস্টারের ম্যাচটির গুরুত্ব ছিল রোহিত-স্টোকসদের কাছে ডু-অর-ডাই ম্যাচ। কেননা, সিরিজ জয়ের জন্য দুই দলের কাছেই এই ম্যাচে জয় পাওয়াটা দরকার ছিল। সবশেষে রোহিত বাহিনী ম্যাচ জিতে ২-১ এর ব্যবধানে সিরিজ পকেটে পুড়ল। আগের ম্যাচগুলির মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন হিটমান ও বিরাট। কঠিন সময়ে দলের পরিত্রাতা হয়ে দাঁড়ালেন ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ডিয়া। পন্থের শতরান আর হার্দিকের ৭১ রানের সুবাদে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০-র মতো একদিনের সিরিজও দখল করল ভারত।