Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাShakib Al Hasan : ফের বিতর্কে কেন্দ্র বিন্দুতে শাকিব

Shakib Al Hasan : ফের বিতর্কে কেন্দ্র বিন্দুতে শাকিব

নিজস্ব সংবাদদাতা : Shakib Al Hasan শাকিব আল হাসান। তাঁর পরিচয় আজ সকলেরই জানা। বর্তমানে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম। সেই শাকিব আল হাসানের বিরুদ্ধেই এবার উঠল এক গুরুতর অভিযোগ। তিনি নাকি, সোশ্যাল মিডিয়া অনলাইন বেটিং সংস্থার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। আর এই খবর সামনে আসার পরেই শাকিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন না, বাংলাদেশে অনলাইন বেটিং নিষিদ্ধ। তা সত্ত্বেও শাকিব কেন এমন সংস্থার সঙ্গে যুক্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যেই এই অলরাউন্ডারকে শোকজও করা হয়েছে বি সি বি-র পক্ষ থেকে।

উল্লেখ্য, এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হোসেন সাংবাদিকদের জানান, শাকিব নিজেও জানে যে এই ধরনের কোনও সংস্থার সঙ্গে যুক্ত হতে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমতি দেবে না। তাই ও হয়তো জানানোর প্রয়োজন মনে করেনি। আর অনুমতি চাইলেও আমাদের পক্ষ থেকে তা দেওয়া কখনই সম্ভব হতো না। এখন আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। শাকিবের সঙ্গে ওই অনলাইন বেটিং সংস্থার কোনও চুক্তি আছে কি না।

সূত্রের খবর, যদি এই অনলাইন বেটিং সংস্থার সঙ্গে শাকিব কোনও ভাবে যুক্ত থাকেন, তাহলে কিন্তু তাঁকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। অন্য একটি সূত্রের খবর, বেট উইনার অনলাইন বেটিং সংস্থা হলেও এই সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত হননি শাকিব। এই কোম্পানিরই অন্য একটি সংস্থা বেট উইনার নিউজের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব। তাই শাকিবের শাস্তির কোনও প্রশ্নই নেই।

Shakib Al Hasan : ফের বিতর্কে কেন্দ্র বিন্দুতে শাকিব

More News – প্যারা অলিম্পিকে পাওয়ার লিফটিংয়ে সোনা সুধীরের

চলতি বছরে প্যারা কমনওয়েলথ গেমসের পাওয়ার লিফটিংয়ে সোনা জয় ভারতের। দেশের হয়ে এই পদক জয় করলেন হরিয়ানার সুধীর। প্যারা কমনওয়েলথ গেমসে সুধীরের সোনা জয় ভারতের ইতিহাসে এই প্রথম। সুধীর প্রথমে তোলেন ২০৮ কেজি। তারপর দ্বিতীয় প্রয়াসে ২১২ কেজি ওজন তুললেও তৃতীয় প্রয়াসে ২১৭ কেজি ওজন তুলতে ব্যর্থ হয় সে। যেহেতু দ্বিতীয় প্রয়াসে সে ২১২ কেজি ওজন তুলেছেন সেই হিসেবে তাঁর পয়েন্ট দাঁড়ায় ১৩৪.৫। সেই সুবাদেই সোনা জয় তাঁর। সুধীরের এই সাফল্যে গোটা দেশবাসী তাঁকে কুর্নিশ জানিয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুধীরকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -