নিজস্ব সংবাদদাতা : Shariful ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার শরিফুলরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ খেলার উদ্দেশেই বাংলাদেশ দল সেন্ট লুসিয়া থেকে রওয়ানা দিয়েছিল ডমিনিকার উদ্দেশে। এই দীর্ঘ পথ তাঁদের পাড়ি দিতে অতিক্রম করতে হয়েছিল বিপদ সঙ্কুল আটলান্টিক মহাসাগর। এর আগে বিমান যাত্রার অভিজ্ঞতা থাকলেও, শরিফুলদের আটলান্টিকের মতো মহাসাগর পাড়ি দেওয়ার অভিজ্ঞতা একেবারেই ছিল না।
তাও আবার এক বা দু ঘণ্টা নয়, দীর্ঘ পাঁচ ঘণ্টা সমুদ্র যাত্রা! কাজেই ভয় একটা তাঁদের ছিলই। অবশেষে তাই সত্যি হল। এই যাত্রা পথেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন টাইগাররা। সূত্রের খবর, সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েন শরিফুল ইসলাম এবং নুরুল হাসান সোহান। মোশন সিকনেশে তাঁদের পেট খারাপ ও বমি হতে শুরু করে। বিশেষ সূত্রের খবর, গত দু দিন আগেই সাইক্লোন হওয়ার কারণে বৃহস্পতিবার থেকে আটলান্টিককে দেখা গিয়েছিল এক অন্য রূপে। ঢেউ-এর তীব্রতাও ছিল অন্যদিন গুলির থেকে অনেক বেশি।
তার ফলে সেন্ট লুসিয়া থেকে যখন শরিফুলদের নিয়ে জাহাজ যাত্রা শুরু করে, ঠিক তখন থেকেই শুরু হয় আটলান্টিকের মাতাল নৃত্য। এই মাতাল ঢেউয়ের সামনে পড়েই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটাররা। কেন না, আটলান্টিকের এই রূপ সমুদ্র যাত্রীদের কাছে পরিচিত হলেও, যাঁরা অপরিচিত তাঁদের কাছে ভয়ের অন্যতম কারণ বটে। যাত্রার শুরুতে বেশ খোশ মেজাজেই ছিলেন শরিফুলরা। জেটি এবং জাহাজে তুলেছিলেন সেলিফও। কিন্তু এই খুশি তাঁদের বেশি ক্ষণ স্থায়ী হয়নি। তারপরই অসুস্থ হয়ে পড়েন টাইগারদের দলের সদস্যরা।
Shariful : সমুদ্র যাত্রায় গুরুতর অসুস্থ শরিফুলরা
Yashpreet Bumrah : পঞ্চম টেস্টে ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরাহ
T 20 World Cup 2022 : টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল
Wimbledon 2022 : ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান
শরিফুলদের এই অসুস্থতার খবর পাওয়ার পর পরই আঙুল উঠতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকেও। বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞ অভিযোগের আঙুল তুলে বলেছেন, কীভাবে ভয়ঙ্কর আটলান্টিক যাত্রার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার আগামী শনিবার টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হওয়ার আগে কতটা সুস্থ থাকেন শরিফুলরা তা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে।