গোপা দাস- Siliguri Election : রবিবার অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে অশান্তির খবর। রবিবার জি টি এ নিবার্চনের পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসি দেওয়া বিধানসভা মিলিয়েই মূলত মহকুমা পরিষদের নির্বাচন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথ গুলির মধ্যে অন্যতম ফাঁসি দেওয়া, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিকরগছ, গোয়ালগছ, জাকিরগছ, ফকিরগছ এবং চুনিয়াটুল এলাকা। ফাঁসি দেওয়া ব্লকের চটহাটে ফাটামারির ১৬৭ নম্বর বুথের কংগ্রেস প্রার্থীকে আক্রমণের অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে।
অভিযোগ করেছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী শ্যামল কুমার মণ্ডল। এছাড়া নির্দল এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আপার বাগডোগরায় ছাপ্পা ভোট ঘিরে তৃণমূল-বিজেপির মধ্যে হাতাহাতি। বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির মাটিগাড়া উচ্চ বালিকা বিদ্যালয় বুথের ই ভি এম বিকল হয়। নির্দিষ্ট সময়ের থেকে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটাররা। শিলিগুড়ি মহকুমার পরিষদের নির্বাচনে এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
রবিবার অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন।
More News – GTA Election উৎসবের আমেজে সম্পন্ন পাহাড়ের ভোট
শর্মিলা মিত্র : GTA Election : দশ বছর পর পাহাড়ে অনুষ্ঠিত হল জি টি এ নির্বাচন। বৃষ্টিতে ভিজে উত্সবের মেজাজে ভোট দেন ভোটাররা। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে চোখে পড়ে ভোটারদের লাইন। প্রায় এক দশক পর পাহাড়ে সম্পন্ন হয় জিটিএ নির্বাচন। পাহাড়ে জি টি এ নির্বাচনে উৎসবের আমেজে চলে ভোট গ্রহণ। রবিবার সকাল থেকেই দার্জিলিং-এ শুরু হয় বৃষ্টি। অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করে ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে চোখে পড়ে ভোটার দের লাইন। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ৪৫ টি আসনে রবিবার সম্পন্ন হয় ভোট। মোট বুথের সংখ্যা ছিল ৯২২। এর মধ্যে স্পর্শকাতর বুথ ছিল ৫ টি।
সব মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ছিল ২৭৭। মোট ভোটার সংখ্যা, ৭ লক্ষ ৩২৬। নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় সাড়ে ৩ হাজার পুলিশ। জি টি এ নির্বাচনকে কেন্দ্র করে কার্যত বলা যায় দুই ভাগে ভাগ হয়ে যায় পাহাড়ের রাজনৈতিক দল গুলি। এক দিকে যেখানে প্রথম থেকেই জি টি এ নির্বাচনের বিরোধিতা Continue Reading