নিজস্ব সংবাদদাতা : Singapore Open 2022 সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন ভারতীয় শার্টলার পিভি সিন্ধু। শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে চিনের হান ইউয়ের বিরুদ্ধে র্যা কেট ব্যাট হাতে কোর্টে নেমেছিলেন এই টেনিস তারকা। প্রথম সেটে প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানলেও দ্বিতীয় ম্যাচ থেকেই কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেন ভারতীয় শার্টলার। জয় নির্ধারক ম্যাচে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাড্ডা হাড্ডি লড়াই চলে সিন্ধুর। অবশ্য শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন তিনিই। ১ ঘণ্টা ধরে চলা এই দীর্ঘ লড়াইয়ে জয়ের পর অবশেষে সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু।
ম্যাচের ফল ১৭-২১, ২১-১১, ২১-১৯। কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে প্রথম থেকেই উত্তেজনার পারদ উঠতে শুরু করেছিল। একটা সময় প্রথম সেটে দুই প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট দাঁড়িয়েছিল ১৫-১৫-তে। সেখান থেকে বাজিমাত করে সেটটি নিজের দখলে নিয়ে নেন হান ইউ। কিন্তু দ্বিতীয় সেটে সিন্ধু ঝড়ের কাছে হার মানতে বাধ্য হন তিনি। এরপর নির্ণায়ক ম্যাচেও দ্বিতীয় গেম যেখানে শেষ করেছিলেন, ঠিক সেই ধারাই বজায় রেখে শুরু করেছিলেন সিন্ধু।
কিন্তু মাঝ পথে হঠা কিছুটা সময় খেই হারিয়ে ফেলেন সিন্ধু। সেই সুযোগকে কাজে লাগিয়ে আবার এগিয়ে যান হান ইউ। তবুও শেষরক্ষা হয়নি তাঁর। বহু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাকে সম্বল করে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে বাজিমাত করে সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় শার্টলার। এখন দেখার সেমিফাইনাল ম্যাচের গণ্ডি টপকে সিন্ধু সিঙ্গাপুর ওপেনে পদক জয় করতে পারেন কি না।
Singapore Open 2022 : সিঙ্গাপুর ওপেনের শেষ চারে সিন্ধু
One Day Match : লর্ডসের মাঠে মুখ থুবড়ে পড়ল রোহিত বাহিনী
More News – সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় সাইনা-প্রণয়ের
নিজস্ব সংবাদদাতা : সিঙ্গাপুর ওপেনে যখন পিভি সিন্ধু সেমিফাইনালে পৌঁছলেন, তখন আর এক ভারতীয় শাটলার সাইনা নেওয়াল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন। জাপানের আয়া ওহোরির কাছে হার মানলেন সাইনা। খেলার ফল ১৩-২১, ২১-১৫, ২০-২২। ম্যাচের প্রথম থেকেই জাপানি প্রতিপক্ষের কাছে যেন কিছুটা ম্রিয়মান দেখাচ্ছিল সাইনাকে। তারই প্রতিফলন পড়ল ম্যাচের শুরু থেকেই। প্রথম সেটে ১৩-২১ পয়েন্টের ব্যবধানে হারতে হয় তাঁকে।
প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেট থেকে নিজেকে মেলে ধরার চেষ্টা করতে থাকেন ভারতীয় শার্টলার। কিন্তু সেই চেষ্টার ওপরই ভর করে দ্বিতীয় সেট থেকে জয় তুলে নেন সাইনা। কিন্তু তৃতীয় সেটে গিয়ে আবার বিপদের মুখে পড়েন তিনি। তবুও হাল না ছেড়ে লড়াই করেও শেষ পর্যন্ত ২১-১৫ পয়েন্টের ব্যবধানে হারের মুখ দেখতে হয় সাইনাকে। আর এর ফলেই এবারের মতো সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিতে হল সাইনা নেওয়ালকে। শুধু সাইনাই নন,জাপানের কোডাই নারাওকারের কাছে হেরে সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিলেন আর এক ভারতীয় শার্টলার এইচএস প্রণয়ও। খেলার ফল ২১-১২, ১৪-২১, ১৮-২১।