নিজস্ব সংবাদদাতা : Sunil Chhetri Birthday ৩ আগস্ট ১৯৮৪। পৃথিবীর আলো দেখিছিলেন বর্তমান ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দেখতে দেখতে ২০২২ সালে তিনি পা রাখলেন ৩৮ বছরে। দীর্ঘ এই পথে সুনীল পার করে এসেছেন নানা ঘাত প্রতিঘাত। ছোট বেলা থেকেই ফুটবল অন্তঃপ্রাণ সুনীল। ফুটবলই যে তাঁর ধ্যানজ্ঞান। ছেলের ফুটবলের প্রতি আগ্রহ দেখে সুনীলের বাবা তাঁকে ভর্তি করে দেন দিল্লির একটি ফুটবল ক্লাবে। সেই শুরু সেদিনের ছোট্ট সুনীলের ফুটবলার হিসেবে পথ চলা। ধীরে ধীরে উত্থান হওয়া ফুটবলার সুনীল বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক। দেশের জার্সিতে বহু ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়া।
তবুও সুনীল এখানেই থেমে থাকতে চান না। দেশকে দিতে চান আরও কিছু। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে সেই আন্তর্জাতিক ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছিল এই তরুণ ফুটবলারটির। আজ ২০২২। সুনীল এখন অনেক পরিণত। শুধু দেশ নয়, তার পাশাপাশি ক্লাব ফুটবলেও ভারতীয় ফুটবলের অন্যতম আইকন বাইচুং ভুটিয়ার পরের স্থানই রয়েছে তাঁর দখলে। কলকাতার দুই প্রধানের জার্সি গায়ে দিয়েও বহু ম্যাচ খেলেছেন বর্তমান ভারতীয় স্ট্রাইকারটি। বর্তমানে সুনীল বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক। তাঁদের হয়েই আই এস এল খেতাব জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।
তাই ভারতীয় দলের অধিনায়কের জন্ম দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর সতীর্থ ফুটবলাররা থেকে শুরু করে তাঁর প্রিয়জনেরা। হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন বলেও সম্বোধন করেছেন অনেকেই। নিউজ বর্তমান-এর পক্ষ থেকেও আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে।
Sunil Chhetri Birthday : আজ সুনীলের ৩৮-তম জন্মদিন
Alivar Kan সিআর সেভেনকে দলে নেবে না বার্যান : অলিভার কান
Eden Hazard অবশেষে প্রায় চার মাস বাদে গোলের দেখা পেলেন হ্যাজার্ড
ICC : আইসিসি-র কমিটিতে জায়গা পেলেন লক্ষ্মণ
More News – সন্দেশকে ছেড়ে দিল এটিকে
সন্দেশ জিঙ্ঘান। বর্তমান ভারতীয় দলের রক্ষণভাগের অন্যতম সেনানী এই পাঞ্জাব তনয়। শুধু দেশের রক্ষণভাগই নয়, গত আইএসএল-এ এটিকে মোহনবাগান দলেরও অন্যতম স্তম্ভ ছিলেন সন্দেশ। গত আই এস এল-এ চোট সারিয়ে মাঠে ফিরলেও সন্দেশকে সেভাবে পায়নি দল। তাই হয়তো তাঁকে চলতি আইএসএল-এ দলে না রাখার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন এটিকে কর্তারা। বৃহস্পতিবার সেই বিষয়েই শীলমোহড় দিলেন কর্তারা। আসন্ন মরশুমে আর সন্দেশকে Continue Reading