Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাT 20 World Cup 2022 : টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য...

T 20 World Cup 2022 : টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল

নিজস্ব সংবাদদাতা : T 20 World Cup 2022 ইংল্যান্ডের বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষণা হল ভারতীয় ক্রিকেট দল। এই দুই সিরিজেই দলে সুযোগ পেলেন জম্মু ও কাশ্মীরের তরুণ উদীয়মান পেসার উমরান মালিক। তবে উমরান দলে সুযোগ পেলেও, শুধুমাত্র এক দিনের সিরিজেই প্রথম সুযোগ মিলল ওপর তরুণ ক্রিকেটার অর্শদীপ সিংয়ের। এক দিনের দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ানও।

উল্লেখ্য, ভারত যে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তার জন্য দুটি দল ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচের জন্য খেলবে একটি দল, এবং অপর দুটি ম্যাচের জন্য খেলবে আর একটি দল। আগামী ৭ জুলাই সাউদাম্পটনে যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে, সেই ম্যাচে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তিন সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জশপ্রীত বুমরাহকে। তবে করোনার জন্য পঞ্চম টেস্টে না খেললেও, টি-টোয়েন্টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে এক প্রকার ধরে নিয়েই দল ঘোষণা করা হয়েছে বি সি সি আই-এর পক্ষ থেকে।

ঘোষিত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), হার্দিক পাণ্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান অর্শদীপ সিং এবং উমরান মালিক। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রামে থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থ। শেষ দুই ম্যাচে কিন্তু বি সিসিআই কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রথম সারির দলকেই খেলানোর। ফলে বাদ পড়েছেন বেশ কিছু ক্রিকেটার।

T 20 World Cup 2022 : টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল

Kushal Das : ইস্তফা দিলেন কুশল দাস

ঘোষিত দল রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমরা, জশপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেল, আবেশ খান ও উমরান মালিক।

তবে টি-টোয়েন্টি সিরিজের মতো একদিনের সিরিজের জন্য দুটি দল নয়, একটি দলের ওপরই ভরসা রেখেছেন কর্তারা।
ঘোষিত দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -