নিজস্ব সংবাদদাতা : Wimbledon সেরেনা উইলিয়াম। টেনিস কোর্টে বিশ্বের অন্যতম সেরা এক নাম। দীর্ঘ এক বছর চোটের কারণে তিনি ছিলেন কোর্টের বাইরে। কারণ ছিল চোট। সেই চোট সারিয়ে চলতি উইম্বলডনে ফের টেনিসের ব্যাট হাতে দেখা গিয়েছিল তাঁকে। আশায় বুক বেঁধেছিলেন সেরেনা ভক্তরা। তাঁরা আশা করেছিলেন হয়তো ফের একবার ব্যাটের ঝলকানি দেখা যাবে সেরেনার ব্যাটে। কিন্তু সকলকে হতাশ করলেন টেনিসের মহিলা কিংবদন্তি।
চলতি বছরে টেনিসের এই মেগা ইভেন্টে প্রথম রাউন্ডে সানিয়ার প্রতিপক্ষ ছিল ফরাসি টেনিস খেলোয়াড় হারমনি ট্যান। অভিজ্ঞতা এবং নামের ক্ষেত্রে ট্যানের থেকে সানিয়া যে বেশ কয়েক কদম এগিয়ে সেই বিষয়ে কোনও সন্দেহ ছিল না। চোট সারিয়ে কোর্টে ফিরেই সানিয়া বুঝিয়ে দিয়েছিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। ম্যাচ হারলেও সহজে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি ফরাসি টেনিস তারকার। টানা ৩ ঘণ্টার বেশি সময় ধরে তাঁদের মধ্যে চলে লড়াই। অবশেষে ৫-৭, ৬-১, ৬-৭
(৭-১০) পয়েন্টের ব্যবধানে ট্যানের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হন অভিজ্ঞ সেরেনা। উইম্বলডনে সেরেনার এই পরাজয়ের পর পরই অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি এবার টেনিস ব্যাট চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নেবেন বছর ৪০ সেরেনা উইলিয়ামস? ম্যাচের শেষে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে সাতবারের উইম্বলডন খেতাবের মুকুট জয় করা সেরেনার সাফ উত্তর, এই ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারবো না। এরই মাঝে পরবর্তী টুর্নামেন্ট গুলিতে ব্যাট হাতে কোর্টে নামারও ইঙ্গিত দিয়ে রাখলেন সেরেনা উইলিয়ামস।
Sepp Blatter : ইনফান্তিনোর ওপর তোপ দাগছেন ব্লাটার
FIFA : ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার নজির বিহীন সিদ্ধান্ত
Mohammedan Club : মহমেডানের নতুন অতিথি নুরিদ্দিন
মহিলাদের ডবলসে খেতাব জয় ক্যারোলিনা-ক্রিস্টিনা জুটির
Wimbledon : উইম্বলডন থেকে বিদায় নিলেন সেরেনা
More News – ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান
টেনিসের অন্যতম সেরা টুর্নামেন্ট উইম্বলডন শুরু হয়ে গিয়েছে। সেই টুর্নামেন্টে একের পর এক বাধা টপকে এগিয়ে চলেছেন রায়ান পেনিস্টোন নামের এক টেনিস খেলোয়াড়। ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন গ্রেট ব্রিটেনের এই তরুণ। রায়ান অন্য খেলোয়াড়দের মতো সুস্থ নন। তাঁর শরীরে বাসা বেঁধে আছে মারণ রোগ ক্যান্সার। তবুও তাঁকে টেনিসের কোর্ট থেকে দূরে সরিয়ে রাখতে Continue Reading