Saturday, June 3, 2023
spot_img
HomeখেলাWorld Shooting Championship 2022 : বিশ্ব শ্যুটিংয়ে সোনা জয় অর্জুনের

World Shooting Championship 2022 : বিশ্ব শ্যুটিংয়ে সোনা জয় অর্জুনের

নিজস্ব সংবাদদাতা : World Shooting Championship 2022 তরুণ ভারতীয় শ্যুটার হিসেবে সংবাদের শিরোনামে উঠে এলেন অর্জুন বাবুতা। বিশ্ব শ্যুটিংয়ের মঞ্চে ভারতের হয়ে সোনার পদক জিতলেন এই তরুণ শ্যুটার। বাবুতা হারিয়ে দিলেন টোকিও অলিম্পিকের আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে রৌপ্য পদক জয়ী লুকাসা কোজেনিস্কিকে। খেলার ফল ১৭-৯।

এর আগেও সোনার পদক জয় করলেও সিনিয়র দলের হয়ে এটিই অর্জুনের প্রথম পদক জয়। এর আগে ২০১৬ সালে আজারবাইজানে জুনিয়র বিশ্বকাপে সোনা জয় করেছিলেন তিনি। পঞ্চনদের দেশের এই শ্যুটার পদক জয়ের লড়াইয়ে ২৬১.১ পয়েন্ট সংগ্রহ করে র্যা ঙ্কিংয়ের শীর্ষেই ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কোজেনিস্কি ২৬০.৪ পয়েন্ট সংগ্রহ করে ছিলেন দ্বিতীয় স্থানে। তবে শুধু অর্জুনই নন, এই প্রতিযোগিতায় চতুর্থ স্থানে শেষ করেছেন অপর ভারতীয় শ্যুটার পার্থ মাখিজা। তাঁর সংগ্রহ ২৫৮.১ পয়েন্ট।

ফাইনাল ম্যাচে খেলতে নেমে দুরন্ত ছন্দে দেখা ছিলেন অর্জুন। কেননা প্রথম থেকেই তিনি ১০-৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন প্রতিদ্বন্দ্বীর থেকে। অর্জুনের সাফল্যের অন্যতম কৃতিত্বের দাবিদার তাঁর বিদেশি কোচ টমাস ফার্নিক। নিজের প্রশিক্ষণে এই প্রথম তাঁর পদক জয়।

World Shooting Championship 2022 : বিশ্ব শ্যুটিংয়ে সোনা জয় অর্জুনের

T 20 World Cup 2022 : টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল

Yashpreet Bumrah : পঞ্চম টেস্টে ভারতের অধিনায়ক যশপ্রীত বুমরাহ

Wimbledon 2022 : ক্যানসারকে সঙ্গী করেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রায়ান

Rugby Tournaments : বয়স কোনও ফ্যাক্টর নয়, বাংলার স্বার্থে এখনও লড়াই জারি প্রিয়াঙ্কার

Ireland vs India : আয়ারল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভাবতে নারাজ ভারত

More News – কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের নেতৃত্বে হরমনপ্রীত

আগামী ২৯ জুলাই ইংল্যান্ডের মাটিতে বসতে চলেছে চলতি বছরের কমনওয়েলথ গেমস। এই মেঘা ইভেন্টে পুরুষদের পাশাপাশি অংশ নিতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলও। সেই টুর্নামেন্টে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কাউর। এবং সহ-অধিনায়ক নির্বাচিত হলেন স্মৃতি মান্ধানা। এবার উল্লেখযোগ্যভাবে এই দলে স্থান পেয়েছেন অলরাউন্ডার স্নেহ রানা। যিনি চোটের কারণে সেই সিরিজে দলে জায়গা পাননি।

তারপর দীর্ঘদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর জন্য ব্যস্ত ছিলেন এই অলরাউন্ডার। এছাড়া দলে রয়েছেন উইকেটরক্ষক ইয়ান্তিকা ভাটিয়া। রয়েছেন অভিজ্ঞ স্পিনার পুনম যাদব। অবশ্য সূত্রের খবর, ইয়ান্তিকা সিমারন দিল বাহাদুরের সঙ্গে অতিরিক্ত Continue Reading

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Stay Connected

2,300FansLike
3,210SubscribersSubscribe

তাজা খবর

Recent Comments

- Advertisment -